সিনচিয়াংয়ের ওপর মার্কিন কালো হাত যুক্তরাষ্ট্রকেই ক্ষতিগ্রস্ত করবে: সিআরআই সম্পাদকীয়
2021-01-16 17:01:36

 

জানুয়ারি ১৬: কার্যমেয়াদের একেবারে শেষ প্রান্তে চলে এসেছে বর্তমান মার্কিন প্রশাসন। কিন্তু এখনও এ প্রশাসন চীনের সিনচিয়াংয়ের ওপর কালো হাত তুলতে দ্বিধা করছে না।  গত ১৩ জানুয়ারি  মার্কিন শুল্ক ও সীমান্ত সংরক্ষণ ব্যুরোর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে সিনচিয়াংয়ে উত্পাদিত তুলা ও টমেটো এবং অন্যান্য পণ্য আটকে দিতে হবে। মার্কিন সম্প্রচার কোম্পানি সূত্রে জানা গেছে, ২০২০ সালে মার্কিন শুল্ক বিভাগের প্রকাশিত ১৩টি ‘নিষেধাজ্ঞা নির্দেশনার’ মধ্যে সিনচিয়াংসংক্রান্ত নির্দেশনা আছে ৮টি। কিন্তু সিনচিয়াংয়ের ওপর মার্কিন কালো হাত যুক্তরাষ্ট্রের নিজের ক্ষতির কারণ হবে।

মানুষের মনে প্রশ্ন জাগতে পারে: সিনচিয়াংয়ের পণ্যের ব্যাপারে মার্কিন সরকারের আপত্তি কেন? আসলে, চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কিছু থিঙ্কট্যাঙ্কের সিনচিয়াংয়ে তথাকথিত ‘বাধ্যতামূলক শ্রম’ নেওয়ার অভিযোগ মিথ্যাচার বৈ আর কিছু নয়।

সাম্প্রতিক বছরগুলোতে চীনা সরকার কর্মসংস্থানসংশ্লিষ্ট বিভিন্ন নীতিমালা প্রণয়ন করে তা বাস্তবায়ন করে। সিনচিয়াংও এই নীতিমালার বাইরে নয়। গত অক্টোবরে ‘সিনচিয়াংয়ের সংখ্যালঘু জাতির শ্রম ও কর্মসংস্থানের তদন্ত রিপোর্ট’ প্রকাশিত হয়। এতে দেখা যায়, সিনচিয়াংয়ের ৪টি গ্রামের স্থানীয় অধিবাসীদের ৮৬.৫ শতাংশের বেশি বাইরে গিয়ে কাজ করতে আগ্রহী।

বাস্তবতা থেকে স্পষ্ট যে, সিনচিয়াংয়ের কর্মসংস্থানের নীতিমালায় শ্রমিকদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবং এতে তাদেরই লাভ হচ্ছে। চীন সরকার দেশের অন্যান্য স্থানের মতো সিনচিয়াংয়েও আইনানুসারে শ্রমিকদের মৌলিক স্বার্থ রক্ষা করে চলেছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)