২০১৬ খোলামেলার বিশেষ অনুষ্ঠান (৪)
  2016-01-23 17:21:45  cri

সুপ্রিয় শ্রোতা, খোলামেলা অনুষ্ঠানে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। গেল বছরের সঙ্গে চলে গেছে জীবনের অনেক স্মৃতিকাতর ঘটনা। নতুন বছরের প্রথম আলোর সঙ্গে আসছে নতুন সুযোগ নতুন পরিকল্পনা। গেল বছরে আপনার জীবনে সবচেয়ে স্মরণীয় ঘটনা কি? নতুন বছরে কি কি নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন? এসব নিয়ে কথা বলবো আমাদের খোলামেলার বিশেষ অনুষ্ঠানে।

প্রথমে যোগ দিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডিভেলপমেন্ট স্টাডিস (বিআইডিএস) এর রিসার্স ফেলো জনাব এস.এম. জাহেদুল ইসলাম চৌধুরির। তিনি তাঁর চীনে থাকা এবং গবেষণার অভিজ্ঞতার কথা বলেছেন। (১)

বাংলাদেশ-চীন গণ মৈত্রী সমিতির মহাসচিব জনাব শাহরিয়ার জামান সুমন তার সমিতি'র কার্যকর্মের সংক্রান্ত জানিয়েছেন। (২)

ঢাকায় সিআরআই-এর একজন পুরনো শ্রোতা দাবলু আনওয়ার সিআরআই-এর প্রতি তার কিছু মনে কথা বলেছেন। (৩)

পেইচিং লেঞ্জুয়েজ এন্ড কালচার ইউনিভার্সিটির স্নাতকোত্তর বাংলাদেশী শিক্ষার্থী আসিফ ইকবার তার কথা জানিয়েছেন। আসিফ, আপনার চীনা ভাষা শেখার দিকে কোন অভিজ্ঞতা জানাতে পারেন? যেমন কিসের মাধ্যমে চীনা ভাষা শেখা আরো কার্যকর? (৪)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040