৩. হ্যালো চায়না: কনফুসিয়াস
  2016-01-23 18:15:05  cri

প্রাচীনকালে নৈতিক গুণসম্পন্ন ও জ্ঞানী ব্যক্তিদের 'যি' বলে ডাকা হতো। কনফুসিয়াস ছিলেন, আজ থেকে দুই হাজার বছর আগে চীনের শিক্ষাবিদ ও চিন্তাবিদ। তার পারিবারিক পদবী খোং ও তার নাম ছিও। তিনি লু অঞ্চলের অধিবাসী ছিলেন (বর্তমান শান তুং প্রদেশ)। খোং যি এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থাকে তিনি যথেষ্ট বুদ্ধিমান ছিলেন এবং তিনি লেখাপড়া করতে পছন্দ করতেন। তার মতে, যে পরিবারেই মানুষ জন্ম গ্রহণ করুক না কেনো তার শিক্ষা গ্রহণের অধিকার আছে।

ইতিহাসে খোং যি'র ৩ হাজারেরও বেশি অনুসারীর কথা জানা যায়। তাদের মধ্যে শ্রেষ্ঠ ৭২ জন। খোং যি 'কনফুসিয়াস মতবাদ' প্রতিষ্ঠা করেন। তিনি মনে করেন, নীতিশাস্ত্র ও আদবের নীতিতে একটি দেশ পরিচিত হতে পারে। খোং জ্যি মারা যাবার পর তার ছাত্ররা তার আচরণ ও কথা অনুসারে 'লুন ইউয়ু'' নামে একটি বই রচনা করেন। এতে কনফুসিয়াস মতবাদের বিস্তারিত উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে চীনের শাসকদের বেশিরভাগই কনফুসিয়াস মতবাদের প্রতি তাদের সম্মান প্রদর্শন করেন এবং খোং যিকে ঋষি বলে ডাকেন।

'কনফুসিয়াস ইন্সটিটিউট'গুলো মহামতি কনফুসিয়াসের নামেই নামকরণ করা হয়েছে। 'কনফুসিয়াস ইন্সটিটিউট' হলো চীনের পক্ষ থেকে প্রতিষ্ঠিত একটি সমাজকল্যাণমূলক সংস্থা। এর উদ্দেশ্য হলো, চীনা ভাষা ও সংস্কৃতি প্রচার করা। কনফুসিয়াস ইন্সটিটিউটের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো বিশ্বব্যাপী চীনা ভাষা শিক্ষা দেয়া এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় শিক্ষা-উপকরণ সরবরাহ করা। বর্তমানে সারা বিশ্বে ১২০টি দেশ ও অঞ্চলে 'কনফুসিয়াস ইন্সটিটিউট' ও 'কনফুসিয়াস ক্লাসরুম'-এর সংখ্যা ১১০৬টি। আর এভাবেই কনফুসিয়াস ও তাঁর মতবাদ সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040