খোলামেলা: একুশে বইমেলা-২০১৫ উপলক্ষ্যে আলোচনা (২)
  2016-02-13 19:40:27  cri

সুপ্রিয় শ্রোতা, চীনের মানুষের কাছে ফেব্রুয়ারি মানেই বসন্ত উত্সব। আর বাঙ্গালীদের কাছে এ মাস হলো ভাষা দিবস এবং অমর একুশে গ্রন্থমেলা বা বইমেলা। গত পর্বে আমরা গ্রন্থমেলার প্রস্তুতি এবং বিশেষত্বসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। এ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা ।

বাঙ্গালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা এ বছর কেমন চলছে তা নিয়ে প্রথমেই কথা বলবো উতস প্রকাশনীর স্বত্তাধিকারি মোস্তফা সেলিম সঙ্গে।

বাঙ্গালির কাছে বইমেলা হলো প্রাণের মেলা। এটা শুধু ব্যবসার জন্যই নয়, ভাষা ও সাহিত্যের প্রতি পাঠকদের আকৃষ্ট করতেও গঠনমূলক ভূমিকা পালন করে। প্রতিটি বইমেলাকে কেন্দ্র করে নতুন নতুন পাঠক ও লেখক সৃষ্টি হয়। শ্রোতাবন্ধুরা বুঝতেই পারছেন, এবার আমরা বাংলাদেশের একজন তরুণ লেখকের সঙ্গেই কথা বলতে যাচ্ছি। এবার আমরা কথা বলবো লেখক ও কবি জাহানারা পারভীনের সঙ্গে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040