মুক্তার হারবিন ভ্রমন
  2016-02-26 18:44:32  cri

আগের অনুষ্ঠানে আমরা আপনাদের চীনের হারবিন শহরের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম। কাকতালীয় বিষয় হল, সম্প্রতি আমাদের বাংলা বিভাগের সহকর্মী ছাই ইউয়ে মুক্তা হারবিন ভ্রমণ করে এসেছেন। আজকের অনুষ্ঠানে আমরা তাঁর কাছ থেকে হারবিনের গল্প শুনবো, শুনবো তার অভিজ্ঞতার কথা।

আলিম: প্রিয় শ্রোতা, আপনারা ইতোমধ্যেই জেনেছেন যে, হারবিন শহর চীনের সবচেয়ে উত্তরে অবস্থিত হেইলুংচিয়াং প্রদেশের রাজধানী। শহরটিতে শীতকাল দীর্ঘতম। গড়পড়তা তাপমাত্রা প্রায় মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস।

আচ্ছা মুক্তা, আপনি বিশেষ করে শীতকালকে হারবিন ভ্রমণের জন্য বাছাই করলেন কেন? আমরা জানি, শীতের সময় মানুষ হাইনানের মতো ট্রপিক্যাল অঞ্চলগুলোতে বেড়াতে যায়। আপনি গিয়েছেন হারবিন। কেন?

প্রেমা: আমরা জানি, বেইজিং থেকে হারবিনে আকাশপথে যাওয়া যায়। আবার রেলপথেও যাওয়া যায়। দ্রুতগতির ট্রেনে বেইজিং থেকে হারবিন যেতে মাত্র ৫ ঘন্টা সময় লাগে। আপনি কীভাবে গিয়েছেন?

আলিম: হারবিনের "বরফ সংস্কৃতি" তো খুব বিখ্যাত। আন্তর্জাতিক বরফ উত্সব ১৯৮৫ সাল থেকে প্রতিবছরের ৫ জানুয়ারি হারবিনে অনুষ্ঠিত হয়ে আসছে। আর বরফ উত্সব একটানা ১০০ দিন ধরে চলতে থাকে। আপনার হারবিন ভ্রমণের সময়টায় আন্তর্জাতিক বরফ উত্সব চলছিল। আপনি উত্সবে অংশ নিয়েছেন কি?

আলিম: আগের অনুষ্ঠানে আমরা শ্রোতাদের জানিয়েছিলাম যে, উত্সবে টিকিটের দাম ৩৩০ ইউয়ান। আপনিও কি এ দাম দিয়ে টিকিট কিনেছেন?

প্রেমা: বরফ উত্সব চলাকালে হারবিন শহরের রাস্তায় রাস্তায় বরফ ভাস্কর্য দেখা যায়। আমি তো আপনার ছবিগুলোতে দেখছি, দুর্গের বরফ ভাস্কর্য, বড় বড় জাহাজের বরফ ভাস্কর্য, টাওয়ারের বরফ ভাস্কর্য এবং বিভিন্ন ধরনের বরফ ভাস্কর্য, খুব সুন্দর। আপনি তো নিজের চোখে দেখেছেন। কেমন লেগেছে? আপনার অনুভূতি জানতে চাই।

আলিম: আপনি কি সেখানে কুকুর-টানা স্লেজ-গাড়ি এবং শীতকালীন সাঁতারের দৃশ্য দেখেছেন?

প্রেমা: আমি জানি মুক্তাতো হারবিনের সবচেয়ে বড় বা চীনের সবচেয়ে ভাল ও বিখ্যাত স্কি-মাঠে গিয়েছেন। আর সেখানকার সর্বোচ্চ পর্বত সমুদ্রতল থেকে প্রায় ১৩৭৪ মিটার উুচু। তা ছাড়া, এখানে তাপমাত্রা কখনো কখনো মাইনাস ৪৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন।

আলিম: "প্রাচ্যের প্যারিস" সুনামের হারবিনে রেনেসাঁ ও বারোকসহ বিভিন্ন স্টাইলের অনেক স্থাপত্য আছে। সেন্ট সোফিয়া ক্যাথিড্রাল হচ্ছে এর মধ্যে অন্যতম। সারা বিশ্বে শুধুমাত্র দু'টো এরকমের গির্জা আছে। অন্য একটি রাশিয়ার সেন্ট পিটারসবার্গে অবস্থিত। দূর-প্রাচ্য অঞ্চলে বৃহত্তম ওর্থাডক্স গির্জা এটি। এখন এটা প্রদেশের আর্ট স্থাপত্য জাদুঘরে পরিণত হয়েছে। এখানকার টিকিটের দাম ২০ ইউয়ান। আপনি তো সাংবাদিক। আপনারও কি টিকিট কিনতে হয়েছে।

প্রেমা: হারবিনের খাবার সম্পর্কে বলুন। কেমন লেগেছে? হারবিনের বিয়ার বিখ্যাত। চেখে দেখেছেন নিশ্চয়ই?

আলিম: মুক্তা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হারবিন ভ্রমণের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। সুপ্রিয় শ্রোতা, আজকের 'চলুন বেড়িয়ে আসি' আসরের সময় শেষ হয়ে এলো। আশা করি নতুন আঙ্গিকের পর্বটি আপনাদের ভালো লেগেছে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040