হ্যালো চায়না: ৮. চীনের চান্দ্রপঞ্জিকা
  2016-02-29 08:58:12  cri

বিশ্বের বেশিরভাগ দেশেই গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করা হয়। তবে এখনও অনেক দেশের নিজস্ব ক্যালেন্ডার আছে। চীনে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পাশাপাশি চান্দ্রপঞ্জিকাও ব্যবহার করা হয়।

চাঁদের পূর্ণতা ও হ্রাস অনুযায়ী চান্দ্রপঞ্জিকায় 'মাস' প্রণয়ন করা হয়। এটি সিয়া রাজবংশের সময় তৈরি হয় বলে এর নামকরণ করা হয় সিয়া ক্যালেন্ডার। চীনে কৃষিকাজের ক্ষেত্রে এ ক্যালেন্ডার অনুসরণ করা হয়। চান্দ্রপঞ্জিকায় ২৪টি সৌরপর্যায় রয়েছে। এর মাধ্যমে ৪টি ঋতু, তাপমাত্রা ও আবহাওয়ার পরিবর্তনের সময় জানা যায়। ২৪টি সৌরপর্যায়ের সাহায্যে কৃষিকাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়। যেমন লি ছুন মানে বসন্তকালের শুরু এবং ইউয়ু সুই মানে বৃষ্টির শুরু। 'ছুন ফেন' এ দিন সারা বিশ্বে দিন ও রাতের দৈর্ঘ্য সমান থাকে এবং তারপর সূর্য উত্তর দিকে ধাবিত হয় বলে উত্তর গোলার্ধে আবহাওয়া দিন দিন উষ্ণ হয়ে উঠে। চীনের বেশিরভাগ শীতকালীন ফসল বসন্তকাল এলে কাটা হয়। 'ছুন ফেন' এর সময় আবহাওয়া খুব ভাল থাকে। তাই চীনে এমন একটি কথা প্রচলিত আছে যে, ছুন ফেনের প্রতিটি মুহূর্ত স্বর্ণমুদ্রার মতো মূল্যবান।

ধারাবাহিক সংশোধনের পর পরিপূর্ণ এই চান্দ্রপঞ্জিকা এখন পুরোদমে ব্যবহার করছে চীনারা। এটি চীনাদের জীবনকে বিশেষভাবে প্রভাবিত করছে। চীনের ঐতিহ্যিক উত্সব যেমন বসন্ত উত্সব ও মধ্য শরৎ উত্সব চান্দ্রপঞ্জিকার সময় অনুযায়ী অনুষ্ঠিত হয়ে থাকে। চীনের অনেক মানুষ এখনও চান্দ্রপঞ্জিকা অনুযায়ী নিজের জন্মদিন পালন করে থাকে। অনেকেই ব্যবসা শুরুর দিন, বিয়ের অনুষ্ঠান অথবা শেষকৃত্যানুষ্ঠানের জন্য চান্দ্রপঞ্জিকা অনুযায়ী ভালো দিন বাছাই করেন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040