ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক শাহমান মৈশানের সাক্ষাতকার
  2016-03-17 14:22:23  cri



শাহমান মৈশান একজন তরুণ নাট্যকার, মঞ্চ নাটক নির্দেশক, মঞ্চ অভিনেতা, গবেষক এবং চিত্রসমালোচক। পৃথিবীর বিখ্যাত বিখ্যাত মঞ্চ নাটকে তিনি অভিনয় করেছেন, দিয়েছেন নির্দেশনা। একই সঙ্গে নিজের লেখা নাটকও তিনি নির্দেশনা দিয়েছেন।

নাটক, নাটকের কর্মশালা ও সেমিনারের জন্য তিনি দক্ষিণ কোরিয়া, রাশিয়া, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরাত ও ভারত সফর করেছেন।

তার লেখা নাটক বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন নাটকের দলের প্রযোজনা হিসেবে বিভিন্ন স্থানে মঞ্চায়িত হয়েছে।

সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা, চিত্রাঙ্গদা ও ডাকঘর নাটক অবলম্বনে তিনি 'প্রকৃতি, চিত্রা ও অমলের চাড়ালনামা' নামের একটি নাটক নির্দেশনা দেন। নাটকটি বিনির্মাণমূলক সৃজনপ্রক্রিয়ায় পুনর্নির্মাণ করেন তিনি।

নাটকটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে এবং ভারতের কোলকাতা ও বিশ্বভারতীতে দক্ষিণ এশিয়া রবীন্দ্র উত্সবে প্রদর্শিত হয়।

এ ছাড়া, এবারের অমর একুশে বইমেলায় তার লেখা নাটক 'অশেষকৃত্য' বই আকারে বের হয়।

বন্ধুরা, আমাদের এ অনুষ্ঠান সম্পর্কে আপনারা কোনো মতামত বা অনুভূতি প্রকাশ করতে চাইলে অবশ্যই ইমেইল পাঠাবেন। ইমেইল ঠিকানা lyyui@cri.com.cn এবং ben@cri.com.cn। দয়া করে দু'টো ঠিকানাতেই ইমেইল পাঠাবেন। সবাই ভালো থাকুন।

'আলোছায়া' পরিবেশনায় লিলি লাবণ্য ও এনামুল হক টুটুল।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040