রবীন্দ্রবিশেষজ্ঞের চোখে রবীন্দ্রনাথ(২)
  2016-03-26 19:54:08  cri

সুপ্রিয় শ্রোতা, বিশ্বকবি রবীন্দ্রনাথের আকষর্ণে তাকে নিয়ে গবেষণা করার প্রবণতা কখনো কমেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যামিরেটার্স অধ্যাপক আনিসুজ্জামান বহু দিন ধরে রবীন্দ্রনাথকে নিয়ে গবেষণা করছেন। আজকের খোলামেলা অনুষ্ঠানে শুনুন অধ্যাপক আনিসুজ্জামানের দেওয়া এক সাক্ষাত্কার। আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা, সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। 

অধ্যাপক আনিসুজ্জামনের সংক্ষিপ্ত পরিচয়:

আনিসুজ্জামান (জন্ম ১৮ ফেব্রুয়ারি ১৯৩৭) বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক। তিনি প্রত্যক্ষভাবে ১৯৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বাংলা সাহিত্যের ইতিহাস নিযে তাঁর গবেষণা সবিশেষ উল্লেখযোগ্য। এছাড়াও তিনি একজন প্রফেসর অ্যামিরিটাস। ভাষা আন্দোলন, রবীন্দ্র উচ্ছেদবিরোধী আন্দোলন এবং ঐতিহাসিক অসহযোগ আন্দোলনে তিনি সম্পৃক্ত ছিলেন। ১৯৬১ খ্রিস্টাব্দে রবীন্দ্র জন্মশতবর্ষ অনুষ্ঠানে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। বর্তমানে তিনি শিল্পকলা বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা যামিনী এবং বাংলা মাসিকপত্র কালি ও কলম-এর সম্পাদকমণ্ডলীর সভাপতির দায়িত্ব পালন করছেন। অধ্যাপক আনিসুজ্জামান সাহিত্যের জন্য ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 'পদ্মভূষণ' এ ভূষিত হয়েছেন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040