তখন আকাশ ছিলো গভীর নীল
  2017-03-17 13:43:41  cri



সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন সঙ্গীতানুষ্ঠান 'তোমার জন্য গান'। আর এ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি মুক্তা এবং টুটুল।

মুক্তা: বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে আমার একজন প্রিয় কণ্ঠশিল্পী সুন ইয়ানজি (স্টেফেনি সুন)-এর গান শোনাবো। তিনি ১৯৭৮ সালের ২৩ জুলাই সিঙ্গাপুরে জন্মগ্রহণ করেন। ২০০০ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। তিনি পাঁচ বছর বয়স থেকে পিয়ানো শিখেন। দশ বছর বয়স সময় তিনি প্রথম বারের মতো গান পরিবেশনা করেন। ১৮ বছর বয়সে তিনি প্রথম গান লিখেন। তিনি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একটি ব্যান্ডের প্রধান গায়িকা ছিলেন। ২০০০ সালে তিনি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে প্রবেশ করেন। ২০০০ সালে তিনি দু'টি অ্যালবাম প্রকাশ করেন।২০০৩ সালে তিনি নিজের সংগীত কোম্পানি প্রতিষ্ঠা করেন। এ বছরের জানুয়ারিতে তিনি তার ষষ্ঠ অ্যালবাম প্রকাশ করেন। ২০০৬ সালে তিনি সিঙ্গাপুরের এক প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন। ২০০৭ সালে তিনি সিঙ্গাপুরের বিশিষ্ট যুব পুরস্কার লাভ করেন। ২০০৮ সালে তিনি আমন্ত্রণে বেইজিং অলিম্পিক গেমসের সরকারি চারটি গানে কণ্ঠ দেন। ২০১৫ সালে তিনি হংকংয়ের দশটি শ্রেষ্ঠ গানের পুরস্কার লাভ করেন। একজন গায়িকা ছাড়া তিনি একজন পোশাক ডিজাইনার। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে স্টেফেনির কণ্ঠে 'চোখের অভিব্যক্তি' নামের গানটি শোনাবো।

টুটুল: বন্ধুরা, 'চোখের অভিব্যক্তি' গানের কথা এমন, 'আসলে স্বপ্ন পরিবর্তন হবে। মেনে চলতে আমার ক্লান্ত লাগে। আমি মাত্র তোমাকে দেখেছি। পরস্পরকে বোঝানোর জন্য হাসছি আমরা। আমাদের ভালোবাসা বজায় থাকবে। কখনো কখনো ভালোবাসা মাত্র চোখের অভিব্যক্তি। তা কষ্ট তাড়িয়ে দিতে পারে। আমি মাত্র তোমাকে দেখেছি, আমাদের পরস্পরকে বোঝানোর চোখের অভিব্যক্তি। তুমি থাকলে যেকোনো অবস্থা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ আমরা পরস্পরের প্রতি আস্থা রাখি। তুমি সবসময় আমার হাত ধরে স্বপ্নের দিকে যাও। আসল ভালোবাসায় প্রতিশ্রুতি দরকার নেই, কিন্তু আজীবন থাকবে'। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ১)

মুক্তা: আচ্ছা, বন্ধুরা, শুনছিলেন 'চোখের অভিব্যক্তি' নামের গানটি। এখন আমি আপনাদেরকে আরেকটি সুন্দর গান শোনাবো। গানের শিরোনাম 'সাদা পিয়োনি ফুল'। গেয়েছেন নারী কণ্ঠশিল্পী চাং বি ছেন। তিনি ১৯৮৯ সালের ১০ সেপ্টেম্বরে থিয়ানচিন শহরে জন্মগ্রহণ করেন। তিনি থিয়ানচিন ফরেন স্টাডিজ ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ে দু'বারের মতো সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং দ্বিতীয় ও প্রথম স্থান হন। ২০১২ সালে তিনি দক্ষিণ কোরিয়ার কেবিএস টিভি কেন্দ্রে আয়োজিত ২০১২ কি-পপ প্রতিযোগিতার চীন বিভাগের প্রথম স্থান হন। ২০১৩ সালে তিনি দক্ষিণ কোরিয়ায় আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে প্রবেশ করেন। ২০১৪ সালে চীনের একটি সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। এর পর তিনি বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন।

টুটুল: গানের কথা এমন, 'সে বছর সাদা পিয়োনি ফুল ফুটেছিলো। এ দৃশ্য সবসময় আমার স্বপ্নে আসে। আমরা হাতে হাত রেখে সাদা ফুলের সমুদ্রে ছিলাম। তখন আকাশ ছিলো গভীর নীল, সময়ের গতি ছিলো অনেক ধীর। আমার স্মৃতি এত মিষ্টি। যখন সাদা ফুলের সমুদ্র আমার স্বপ্নে আসে, তখন যেন এ সময় থেমে যায়। আমার স্মৃতিতে আমাদের যুব সময়ের সাদা প্রতিশ্রুতি খোদাই করা আছে। আমা স্বপ্ন থেকে উঠতে চাই না। এটি হলো আজীবনের সবচেয়ে সুন্দর জিনিস। বছরগুলো কেটে গেছে, আমাদের যুব সময় চলে গেছে। তখন সবকিছু হলো গতকালের। আমার মনে আগের স্পষ্ট হাসি যেন গতকালের সাদা প্রতিশ্রুতি। বিশুদ্ধ ও সুন্দর। এখনো আমরা পরস্পরের কথা পড়ছি। আমাদের প্রতিশ্রুতি অপরিবর্তনীয় । আমরা পুনরায় সাদা সমুদ্রে পুনর্মিলন করতে চাই। আমাদের বিশুদ্ধ ভালোবাসা ধীরে ধীরে আগের স্থানে ফুটেছে। অপরিবর্তনীয় প্রতিশ্রুতি, আমার পিছনে যে মানুষ আজীবন থাকবে তা হবে তুমি'। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ২)

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'সাদা পিয়োনি ফুল' নামের গানটি। এখন আমি আপনাদেরকে আরেকটি সুন্দর গান শোনাতে চাই। গানের শিরোনাম হলো 'গ্রীষ্মকালের বাতাস', গেয়েছেন চীনের তাইওয়ানের কণ্ঠশিল্পী ওয়েন লান। তিনি ১৯৭৯ সালের ১৬ জুলাই তাইওয়ানের সিনচু জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একজন গায়িকা ছাড়াও একজন অভিনেত্রী। ১৯৯৭ সালে তিনি একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেয়ার পর আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে প্রবেশ করেন। ২০০৩ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০১০ সালে তিনি চলচ্চিত্রে পরিবেশনা করেন। ২০১৪ সালে তিনি নিজের সংগীত কোম্পানি প্রতিষ্ঠা করেন।

টুটুল: 'গ্রীষ্মকালের বাতাস' গানের কথা এমন, 'জুলাই মাসের বাতাস অলস। তখন মেঘ উষ্ণ। তাড়াতাড়ি আবহাওয়া গরম হয়ে ওঠে। বৃষ্টির পর তাপমাত্রার পরিবর্তন হয়। আমি নিজের চোখ বন্ধ করি। চিন্তা নিজে পরিবর্তন হয়। আমার মুখ তোমার বুকে আছে। আমি তোমার হৃত্স্পন্দন শুনতে পারি। গ্রীষ্মকালের বাতাস আমি আজীবন মনে রাখবো। আমি স্পষ্টভাবে বলেছি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার হাসিমাখা মুখ দেখেছি। গ্রীষ্মকালের বাতাস বইছে। আমার চুল আমার কানের মধ্যে এসেছে। এটি হলো আমাদের দু'জনের গ্রীষ্মকাল। বাতাস আসতে আসতে বলছে , নরম ও অলস সমুদ্রের বাতাস উচ্চ পাহাড়ে গেছে। এত নরম ও অলস বাতাসে কেন আমি আহত হই। কেন তুমি এখানে নেই। কেন তুমি ফিরে আসবে না'। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৩)

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'গ্রীষ্মকালের বাতাস' গানটি। এখন আমি আপনাদেরকে 'ঘোড়ার ছড়ি' নামের একটি গান শোনাতে চাই। গেয়েছেন উলানতুওইয়া। তিনি ইনারমঙ্গোলিয়ার হুলুনবের শহরের হাইলার এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকে স্কুলের পরিবেশনায় নিয়মিত অংশ নেন। তিনি দুষ্টু গায়ক বলে পরিচিত। হাইস্কুল থেকে তিনি পেশাদারভাবে সংগীত শিখেন। ১৯৯৭ সালে তিনি হাইস্কুল থেকে পাস করার পর বেইজিংয়ে এসে সংগীত শেখা শুরু করেন। ১৯৯৮ সালে তিনি প্রথম গান লিখেন। ২০০৬ সালে তিনি সিসিটিভির এক সংগীত প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন।

টুটুল: 'ঘোড়ার ছড়ি' গানের কথা হলো, 'আমাকে আকাশ ও সূর্য দাও, আমাকে বৃক্ষহীন তৃণভূমি, একজন শক্তিশালী বীর দাও। আমাকে একটি ঘোড়ার ছড়ি দাও। আমাকে একটি সাদা মেঘ দাও ও বিশুদ্ধ মনোভাব দাও। আমাকে সুন্দর বাতাস দাও। আমাকে যুবক পশু খামারে এনকাউন্টারের সুযোগ দাও। আমাকে একটি উষ্ণ চোখ দাও। দৌড়ানো ঘোড়া বাতাসের মত দ্রুত। অশেষ বৃক্ষহীন তৃণভূমিতে তুমি ভ্রমণ করতে পারো। তোমার হৃদয় ভূমির মত প্রশস্ত। যে বীর ঘোড়া ধরে, তা আমার হৃদয়ে। আমি তোমার প্রশস্ত বুকে গলে যেতে চাই'।

(গান ৪)

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'ঘোড়ার ছড়ি' নামের একটি গান। আশা করি, সবাই গানটি পছন্দ করেছেন। আচ্ছা, আজকের অনুষ্ঠানে আমরা আপনাদেরকে চারটি চীনা গান শুনিয়েছি। এখন কয়েকটি বাংলা গান শোনাবো, কেমন?

(বাংলা গান)

টুটুল: প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানে কোনো পছন্দের গান শুনতে চান,তাহলে আমাদের জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.163.com.

মুক্তা: এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হলো caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

টুটুল: আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।

মুক্তা/টুটুল: চাই চিয়ান। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040