জাতীয় পার্কব্যবস্থা

  2017-03-22 10:04:39  cri


চীনের সদ্যসমাপ্ত দ্বাদশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র পঞ্চম অধিবেশনে প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের সরকারি কার্যবিবরণী আলোচনার পর গৃহীত হয়। চলতি বছরের কার্যবিবরণীতে 'জাতীয় পার্কব্যবস্থা' প্রতিষ্ঠার একটি পরিকল্পনা তুলে ধরা হয়েছে। প্রশ্ন হচ্ছে: কেন জাতীয় পার্ক প্রতিষ্ঠা করা উচিত? কীভাবে জাতীয় পার্ক প্রতিষ্ঠা করা যায়?

জাতীয় পার্কের ভূমিকা কী?

গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য, চীনা প্রকৌশল শিক্ষায়তনের সভ্য ইন ওয়ে লুন বলেন, 'জাতীয় পার্ক' মানে পরিবেশের অখণ্ডতা। যথেষ্ট বড় হলে এ ধরনের পার্ক পরিবেশের ভারমসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

বস্তুত জাতীয় পার্ক পরিবেশ ও পরিবেশগত ঐতিহ্যের মৌলিকত্ব সংরক্ষণ করতে পারে। এর মাধ্যমে পরিবেশ সুরক্ষা এবং বিলুপ্তপ্রায় প্রাণি ও উদ্ভিদকে রক্ষা করা যায়।

জাতীয় গণকংগ্রেসের প্রতিনিধি বেইজিং নরমাল বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের ইকোলজি গবেষণালয়ের প্রধান ছাং তা ইউং বলেন, 'জাতীয় পার্ক' একদিকে মানুষকে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব বুঝতে সাহায্য করে এবং অন্যদিকে প্রকৃতির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ও মনের চাহিদা পূরণে মানুষকে পথ দেখায়। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের উচিত সরাসরি জাতীয় পার্কব্যবস্থা পরিচালনা করা। কারণ, 'জাতীয় পার্ক' অন্য পার্কের মতো নয়।

কেন জাতীয় পার্ক প্রতিষ্ঠা করা উচিত?

চীনে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের নীতি অনুসরণ করা হয়। এ নীতি অনুসারে গড়ে উঠেছে প্রাকৃতিক সংরক্ষণ অঞ্চল, বনপার্ক, ভূ-তত্বীয় পার্ক, জলাভূমি পার্ক এবং বিভিন্ন দর্শনীয় বস্তুর সংরক্ষিত অঞ্চল। প্রাকৃতিক সংরক্ষণ অঞ্চলগুলো প্রতিষ্ঠিত হয় অনেকটা তাড়াহুড়ার মধ্যে। কারণ, তখন কাজটা জরুরিভিত্তিতে করতে হয়েছে। তাই, গোটা ব্যবস্থায় নানান ত্রুটি রয়ে যায়।

গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য, জাতীয় লীগের ভাইস চেয়ারম্যান, পরিবেশবিদ কে চিয়ান পিং বলেন, 'জাতীয় পার্ক' প্রতিষ্ঠা মানে এ সমস্যা সমাধান করা। এর মাধ্যমে সংরক্ষিত অঞ্চলগুলোর ফাংশন পুনঃনির্ধারণ করা হবে এবং গুরুত্বপূর্ণ প্রাকৃতিক অঞ্চলগুলোর প্রতিরক্ষা ও টেকসই ব্যবহারের ওপর জোর দেওয়া হবে।

'জাতীয় পার্ক' কীভাবে উন্নয়ন ও সংরক্ষণের মধ্যে ভারসাম্য বজায় রাখে?

বিশেষজ্ঞরা বলেন, 'জাতীয় পার্ক' আর্থিক সুবিধার কথা বিবেচনায় রেখে প্রতিষ্ঠিত হলে বড় ভুল করা হবে। কেউ কেউ মনে করেন, 'জাতীয় পার্ক' শহরের অন্যান্য সাধারণ পার্কের মতো। কিন্তু এ ধারণা ঠিক নয়। 'জাতীয় পার্ক' প্রতিষ্ঠায় প্রকৃতির বিশুদ্ধতা রক্ষার বিষয়টি সবচেয়ে অধিক গুরুত্ব পাওয়া উচিত।

চীনের প্রথম 'জাতীয় পার্কের' পরীক্ষামূলক ইউনিট- সান চিয়াং ইউয়ান জাতীয় পার্কের ব্যবস্থাপনা ব্যুরোর প্রধান লি সিয়াও নান বলেন, কঠোরভাবে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করার পূর্বশর্তে পার্কের কাছাকাছি অঞ্চলে পরিবেশবান্ধব বাণিজ্যিক কার্যক্রম চালানো যেতে পারে। তবে এ ধরনের যে-কোনো উদ্যোগ 'জাতীয় পার্ক' প্রতিষ্ঠার উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। জাতীয় পার্কের আয়ের উত্স টিকিট বিক্রির পয়সা না হয়ে, বরং সরাসরি দেশীয় বিনিয়োগ হওয়া উচিত।

'জাতীয় পার্ক' প্রতিষ্ঠার সময় সংশ্লিষ্ট অঞ্চলের মানুষের পুনর্বাসন কীভাবে করা যাবে?

এ প্রসঙ্গে ছাং তা ইউং বলেন, বিদেশে 'জাতীয় পার্ক' সাধাণত গড়ে ওঠে নির্জন অঞ্চলে। কিন্তু চীনের অবস্থা পুরোপুরি ভিন্ন। চীনে অনেক প্রাকৃতিক সংরক্ষণ অঞ্চলের কাছাকাছি বহু মানুষের বাস। তাই এখানে 'জাতীয় পার্ক' গড়ে তোলার সাথে বহু মানুষের পুনর্বাসন প্রক্রিয়া জড়িত। ভবিষ্যতে এ বিষয়ে বিশেষ পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

কীভাবে 'জাতীয় পার্ক' নির্মাণ করা যায়?

'জাতীয় পার্ক' অন্য দশটা পার্কের মতো শুধু পার্ক নয়। এটা কোনো পর্যটনকেন্দ্রও নয়। খ চিয়ান পিং বলেন, জাতীয় পার্ক প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, শিক্ষা, গবেষণা খাতে মূল ভূমিকা পালন করে।

সহজ করে বললে, 'জাতীয় পার্ক' সাধারণ পাকের চেয়ে একধাপ এগিয়ে। এ পার্ক আমাদের এবং আমাদের বংশধরগণের সম্পদ। খ চিয়ান পিং বলেন, 'জাতীয় পার্ক' প্রতিষ্ঠা মানে আরও বেশি প্রাকৃতিক সংরক্ষণ অঞ্চল প্রতিষ্ঠা, এমন নয়। 'জাতীয় পার্ক' ব্যবস্থাপনার জন্য স্বাধীন সংস্থা প্রতিষ্ঠিত হবে।

চীনের প্রথম 'জাতীয় পার্ক' কবে নাগাদ আলোর মুখ দেখবে?

বর্তমানে চীনে 'জাতীয় পার্ক'-এর পরীক্ষামূলক ৯টি ইউনিট রয়েছে। এগুলো হচ্ছে: সান চিয়াং ইউয়ান, সেন নুং চিয়া, উ ই পাহাড়, ছিয়ান চিয়াং ইউয়ান, নান সান পাহাড়, মহাপ্রাচীর, সাংগ্রি-লা, পান্ডা ও সাইবেরিয়ার বাঘ জাতীয় পার্ক।

এ ইউনিটগুলো যথাক্রমে চীনের ছিংহাই, হুপেই, ফু চিয়ান, চে চিয়াং, হু নান, বেইজিং, ইউন নান, সি ছুয়ান, সান সি, কান সু, চিলিন ও হেই লং চিয়াংসহ নানা প্রদেশে অবস্থিত।

'জাতীয় পার্ক'-সম্পর্কিত মৌলিক পরিকল্পনা শেষ করার পর প্রথম আনুষ্ঠানিক 'জাতীয় পার্ক' চীনে প্রতিষ্ঠিত হবে। খুব সম্ভবত ওই ৯টি পরীক্ষামূলক ইউনিটের একটিই ভবিষ্যতে প্রথম 'জাতীয় পার্ক' হিসেবে স্বীকৃতি পাবে। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040