চীন-পাক অর্থনৈতিক করিডোরের প্রথম কয়লা-বিদ্যুত্ প্রকল্পের কাজ শুরু
  2017-03-22 13:35:46  cri
গতকাল (মঙ্গলবার) চীনের বিদ্যুত্ আন্তর্জাতিক লিমিটেড কোম্পানি ও পাকিস্তানের হুব বিদ্যুত্ লিমিটেড কোম্পানির যৌথ বিনিয়োগে চীন-পাক অর্থনৈতিক করিডোর বা সিপেকের কয়লা বিদ্যুত্ প্রকল্পের কাজ শুরু হয়। পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বালুচিস্তানের হুব এলাকায় এ কাজ শুরু হয়েছে। এটি দু'দেশের প্রথম কয়লা ভিত্তিক বিদ্যুত্ প্রকল্প।

হুব বিদ্যুত্ প্রকল্প সিপেকের প্রকল্পের অন্যতম। প্রকল্পের পরিকল্পনা অনুসারে ২০১৮ সালের শেষ নাগাদ এ প্রকল্পের প্রথম ইউনিট বিদ্যুত গ্রিডে সংযুক্ত হবে এবং ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে তা আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত হবে। প্রকল্প সম্পন্ন হলে প্রতি বছর পাকিস্তানে ৯০০ কোটি কিলোওয়াট বিদ্যুত্ সরবরাহ করা হবে বলে ধারণা করা হচ্ছে। এ প্রকল্প চালু হলে তা পাকিস্তানের বিদ্যুত্ ঘাটতি মোকাবিলা করবে এবং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সহায়ক হবে।

পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও সংস্কারমন্ত্রী আহসান ইকবাল প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের পক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তার অভিনন্দন বাণীতে তিনি বলেন,

'সিপেক প্রতিষ্ঠার পর জ্বালানি প্রকল্পে ৩৫০০ কোটি মার্কিন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। ২০১৩ সালে পাকিস্তান ইতিহাসের সবচেয়ে গুরুতর জ্বালানি ঘাটতির সম্মুখীন হয়, যা দেশে নেতিবাচক প্রভাব ফেলেছে। সিপেক পাক সমাজ ও অর্থনীতির উন্নয়নের সবচেয় বড় বাধা দূর করেছে। এ প্রকল্প চীনা বন্ধুদের মৈত্রীর প্রমাণ দিয়েছে।'

করাচিতে নিযুক্ত চীনা কনসাল জেনারেল ওয়াং ইউ বলেন, জ্বালানি খাতে সহযোগিতা সিপেকের নির্ধারিত প্রকল্প। দু'পক্ষের যৌথ উদ্যোগে জ্বালানি প্রকল্প সুষ্ঠুভাবে চলছে।

'সিপেকের নির্মাণরত ১৮টি প্রকল্পের মধ্যে ১১টি বিদ্যুত প্রকল্প। এর মোট উত্পাদন পরিমাণ ৭৪৭০ মেগাওয়াট। এসব প্রকল্পের মধ্যে কিছু প্রকল্প দু'বছরের মধ্যে সম্পন্ন হবে, যা পাকিস্তানের জ্বালানি ঘাটতি মোকাবিলায় সহায়ক।'

তিনি আরো বলেন, পাকিস্তানের প্রাকৃতিক সম্পদের কার্যকর ব্যবহারের জন্য সিপেকের জ্বালানি প্রকল্পে বেশ কিছু বিদ্যুত্ প্রকল্প অন্তর্ভুক্ত হয়েছে। বিজ্ঞানসম্মত পরিকল্পনার আওতায় পাকিস্তানের বিভিন্ন এলাকায় জলবিদ্যুত্, কয়লাবিদ্যুত্, পিভি-বিদ্যুত্ ও বায়ুবিদ্যুত প্রকল্পগুলো রয়েছে। স্বল্পকালীন ও কম খরচের কয়লাবিদ্যুত্ প্রকল্প ভবিষ্যতে কার্যকরভাবে দেশের বিদ্যুত্ গ্রিডে সংযুক্ত হবে। এ সম্পর্কে পাকিস্তান হুব বিদ্যুত্ লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক খালিদ মানসুর বলেন, তেলের দাম বাড়ার কারণে পাকিস্তানে বিদ্যুত্ উত্পাদনের জন্য আরো সস্তা কাঁচামাল প্রয়োজন।

'কয়লাভিত্তিক বিদ্যুত্ প্রকল্পের মাধ্যমে বিদ্যুত্ উত্পাদনের খচর অনেক কমবে এবং বিদ্যুত কাঠামো বহুমুখী হবে। এতে পাকিস্তানে রপ্তানি পণ্যের প্রতিযোগিতামূলক শক্তি বাড়বে। এ প্রকল্প বিশ্ব ব্যাংকের কয়লাভিত্তিক বিদ্যুত্ প্রকল্পের মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ।'

বিশ্বের পরিবেশ সংরক্ষণ ইস্যু নিয়ে চীনের রাষ্ট্রীয় বিদ্যুত্ পুঁজি বিনিয়োগকারী গ্রুপ বোর্ডের চেয়ারম্যান ওয়াং বিং হুয়া বলেন, হুব প্রকল্পের মোট খরচের ১০ শতাংশ দূষণ মোকাবিলায় ব্যয় করা হবে।

'এ প্রকল্পে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, এ প্রযুক্তি সাশ্রয়ী এবং দূষণ ঠেকাতে সক্ষম। প্রকল্পে সিওয়াটার ডিসালফারাইজেশন (Seawater desulfurization) প্রযুক্তি এবং নিম্ন নাইট্রোজেন জ্বলন (Low nitrogen combustion)প্রযুক্তির প্রয়োগ করা হয়েছে, যাতে বিভিন্ন ধরণের দূষণ কার্যকরভাবে কমানো যায়।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040