বিশ্ব পানি দিবস; দেখুন পানিতে যত খেলা!
  2017-03-23 16:23:21  cri

২২ মার্চ বিশ্ব পানি দিবস। পানি হলো প্রাণের উত্স। খেলার অনেকগুলো ইভেন্টের সঙ্গে পানির সম্পর্ক রয়েছে। বিশুদ্ধ পানি ছাড়া এসব খেলাধুলার অস্তিত্ব থাকবে না।

২০১৪ সালের ২৩ অগাস্ট নান চিং যুব অলিম্পিক গেমসের ডাইভিং প্রতিযোগিতার জন্য ব্রাজিলের খেলোয়াড়দের অনুশীলন।

২০১২ সালের ১২ অগাস্ট লন্ডন অলিম্পিক গেমসে ইতালীয় খেলোয়াড়রা পুরুষদের ওয়াটার পোলো ফাইনাল খেলছেন।

 ২০১৬ সালের ১৮ অগাস্ট রিও ডি জেনিরো অলিম্পিক গেমসে রুশ দল ওয়াটার ব্যালে প্রতিযোগিতা করছেন।

 ২০১১ সালের ২৩ অক্টোবর চীনের সপ্তম জাতীয় শহর গেমসে নান ছাং দলের খেলোয়াড়রা ক্যানোইং প্রতিযোগিতা করছেন।

২০১৬ সালের ১৪ মে চীনের ষষ্ঠ মোটরবোট লিগে অংশ নিয়েছেন খেলোয়াড়রা।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040