ক্যানবেরায় চীন ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
  2017-03-23 16:46:18  cri

মার্চ ২৩: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং আজ (বৃহস্পতিবার) সকালে ক্যানবেরার পার্লামেন্টভবনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে লি খ্য ছিয়াং বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৫ বছরে চীন-অস্ট্রেলিয়া সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নত হয়েছে। দু'দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা আরো গভীর হয়ে উঠেছে। সমানের ভিত্তিতে অস্ট্রেলিয়ার সঙ্গে পরস্পরের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গুরুত্ব দেওয়া, রাজনৈতিক আস্থা বাড়ানো, কৌশলগত যোগাযোগ বজায় রাখা, বাস্তব সহযোগিতা উন্নীত করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়নে যৌথ প্রচেষ্টা চালাতে ইচ্ছুক চীন।

লি খ্য ছিয়াং বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি খুব জটিল। রক্ষণবাদ গুরুত্ব পাচ্ছে এবং একের পর এক আন্তর্জাতিক চ্যালেঞ্জ চলে আসছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল তথা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা চালাতে ইচ্ছুক চীন। বেইজিং আগের মত ভবিষ্যতেও উন্মুক্তকরণ চালিয়ে যাবে এবং অস্ট্রেলিয়ার সঙ্গে অবাধ বাণিজ্য আরো ত্বরান্বিত করতে বিশ্ব অর্থনীতিতে নতুন চালিকাশক্তি যোগান দিতে ইচ্ছুক চীন।

টার্নবুল বলেন, অস্ট্রেলিয়া-চীন সম্পর্ক আরো গভীর হয়েছে এবং উচ্চ পর্যায়ের আদানপ্রদান আরো ঘনিষ্ঠ হয়েছে। বর্তমানে বিশ্বের মধ্যে যে প্রযুক্তিগত সংস্কার চলছে তা অপূর্ব। বর্তমানে রক্ষণবাদ আবার গুরুত্ব পাওয়ার পরিপ্রেক্ষিতে বৈশ্বিক অবাধ বাণিজ্য উন্নয়ন এবং অর্থনীতি উন্নয়নে চীনের সঙ্গে যৌথ প্রচেষ্টা চালাতে ইচ্ছুক অস্ট্রেলিয়া।

(স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040