লি খ্য ছিয়াংয়ের সম্মানে ভোজসভার আয়োজন করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
  2017-03-24 12:05:56  cri

চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং

মার্চ ২৪: গতকাল (বৃহস্পতিবার) দুপুরে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের সম্মানে ক্যানবেরার সংসদ ভবনে ভোজসভার আয়োজন করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টুর্নবুল। অস্ট্রেলিয়ার সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্য, শিল্প প্রতিষ্ঠান, বিজ্ঞান-প্রযুক্তি ও শিক্ষা মহলের ব্যক্তি এবং বিদেশি কূটনীতিকসহ ৪০০ জনেরও বেশি অতিথি ভোজে অংশ নেন।

এ সময় দেওয়া ভাষণে লি খ্য ছিয়াং বলেন, চীন-অস্ট্রেলিয়ার সম্পর্ক ও সহযোগিতা অত্যন্ত গভীর। এ সফরের প্রধান উদ্দেশ্য অবাধ বাণিজ্য এগিয়ে নেওয়া। অর্থনৈতিক বিশ্বায়নের সুযোগ কাজে লাগিয়ে দ্রুত উন্নয়ন করা এবং উন্নয়নের সমস্যা সমাধান করা। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের উচিত ন্যায্য প্রতিদ্বন্দ্বিতা ও সহযোগিতার মাধ্যমে সবার জয় নিশ্চিত করা। অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা জোরদার করে আঞ্চলিক ও বৈশ্বিক অবাধ বাণিজ্য রক্ষা এবং বিশ্বায়ন জোরদার করার প্রতিজ্ঞার কথাও বলেন লি খ্য ছিয়াং।

আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী লি বলেন, চীন-অস্ট্রেলিয়ার পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা গভীর করা এবং সভ্যতার বিনিময় জোরদার করতে চান তিনি। শিক্ষা, পর্যটন ও ক্রীড়াসহ নানা ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা জোরদার করা এবং দু'দেশের সম্পর্কোন্নয়নের সম্ভাবনার কথা জোর দিয়ে বলেন চীনের প্রধানমন্ত্রী লি।

(ইয়ু/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040