২০১৭ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন: বাংলা সাহিত্য নিয়ে বিভিন্ন সাহিত্যিকদের মতামত
  2017-03-26 19:38:01  cri

১লা ফেব্রুয়ারি থেকে ৪ঠা ফেব্রুয়ারি পর্যন্ত বাংলা একাডেমি আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০১৭-এর আয়োজন করেছে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহিত্য সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। সম্মেলনে জার্মানি, অস্ট্রিয়া, চীন, রাশিয়া, পুয়ের্তোরিকো, থাইল্যান্ড, ভারত প্রভৃতি দেশের বিশিষ্ট- কবি-কথাসাহিত্যিক-প্রাবন্ধিক-বুদ্ধিজীবীগণ বিভিন্ন অধিবেশনে অংশগ্রহণ করেছেন। ভারতের পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম ও ত্রিপুরা রাজ্য থেকেও কবি- লেখকবৃন্দ সম্মেলনে অংশ নিয়েছেন। ১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী কর্তৃক সম্মেলন উদ্বোধনের পর ২-৪ ফেব্রুয়ারি তিনদিনব্যাপী অধিবেশনসমূহের বিষয়বস্তুর মধ্যে ছিলো কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ-সাহিত্য, মুক্তিযুদ্ধের সাহিত্য, অনুবাদ-সাহিত্য, নাট্যসাহিত্য, শিশু-কিশোর সাহিত্য, ফোকলোর। 'সম্প্রীতির জন্য সাহিত্য' শীর্ষক এই সম্মেলনের একটি বিশেষ অংশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কবিদের কবিতাপাঠ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বাংলা সাহিত্য নিয়ে বিভিন্ন সাহিত্যিক নিজের মতামতও প্রকাশ করেছেন। তাদের মধ্যে রয়েছেন জ্যোতিপ্রকাশ দত্ত, আনিসুল হক, জাকির তালুকদার এবং পারভেজ হোসেন। আজকের খোলামেলা অনুষ্ঠানে শুনুন তাঁদের ভাষণের কিছু অংশ। পরিবেশন করছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

তাঁদের সংক্ষিপ্ত পরিচয়:

জ্যোতিপ্রকাশ দত্ত (জন্ম ১ সেপ্টেম্বর, ১৯৩৯) হলেন একজন বাংলাদেশী সাহিত্যিক, গল্পকার ও ঔপন্যাসিক। ষাটের দশকে গল্প দিয়ে তার সাহিত্যিক জীবন শুরু হয়েছিল। তার গল্পে উঠে এসেছে সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা, জীবনদর্শন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এমনকি আধুনিক জিবনযাত্রা। তিনি সৃষ্টি করেছেন সাহিত্যে নতুন ধারা 'ছোট উপন্যাস'। গল্পকার হিসেবে ১৯৭১ সালে লাভ করেন বাংলা একাডেমি পুরস্কার। ২০১৬ সালে ভূষিত হয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে।

আনিসুল হক (জন্ম: মার্চ ৪, ১৯৬৫) একজন বাংলাদেশী কবি, লেখক, নাট্যকার ও সাংবাদিক। বর্তমানে তিনি বাংলাদেশের দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক এবং কিশোর আলোর সম্পাদক পদে কর্মরত আছেন। মুক্তিযুদ্ধকালীন সময়ের সত্য ঘটনা নিয়ে তাঁর লেখা মা বইটি বেশ জনপ্রিয়।[১] বাংলা ভাষার পাশাপাশি বইটি দিল্লী থেকে ইংরেজি ভাষায়[২] এবং ভুবনেশ্বর থেকে উড়ে ভাষায় প্রকাশিত হয়েছে।

জাকির তালুকদার বাংলাদেশি কথাসাহিত্যিক। তিনি চিকিত্সাবিজ্ঞানে স্নাতক এবং স্বাস্থ্যঅর্থনীতিতে স্নাকোত্তর ডিগ্রী লাভ করেন। বাংলা কথাসাহিত্যে তিনি ইতোমধ্যেই সুপ্রতিষ্ঠিত আসন তৈরি করে নিয়েছেন। তার মহাকাব্যিক উপন্যাস "পিতৃগণ"সমকালীন কথাসাহিত্যে একটি মৌলিক সংযোজন।

পারভেজ হোসেন: বাংলাদেশি কথাসাহিত্যিক। আশির দশকের ছোটকাগজ সংবেদ-এর সম্পাদক পারভেজ হোসেন বর্তমানে মুদ্রণ ও প্রকাশনা ব্যবসায় জড়িত। জীবন ফড়িংয়ের দোয়েলের গল্পপ্রগন্থের জন্য ২০১০ সালে 'জেমকন সাহিত্য পুরস্কার' পেয়েছেন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040