চীন-অস্ট্রেলিয়া সম্পর্ক ক্রমশ জোরদার হচ্ছে: ক্যানবেরায় লি খ্য ছিয়াং
  2017-03-24 19:15:54  cri

মার্চ ২৪: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং বলেছেন, তার দেশের সাথে অস্ট্রেলিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক দিন দিন উন্নত থেকে উন্নততর হচ্ছে। তিনি আজ (শুক্রবার) ক্যানবেরায় স্থানীয় সময় সকালে সংসদভবনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

বৈঠকে লি খ্য ছিয়াং বলেন, বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের মধ্যে সহযোগিতা ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। ২০১৪ সালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অস্ট্রেলিয়া সফরের পর দু'দেশের সম্পর্ক সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত হয়।

তিনি আরও বলেন, বর্তমান জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে চীন অস্ট্রেলিয়ার সাথে পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে অর্থ-বাণিজ্য, সংস্কৃতি ও আইন প্রয়োগসহ নানা ক্ষেত্রে বাস্তব সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।

জবাবে ম্যালকম টার্নবুল বলেন, দু'দেশের পারস্পরিক সহযোগিতা ক্রমশ জোরদার হচ্ছে। অস্ট্রেলিয়া চীনের নির্ভরযোগ্য বন্ধুরাষ্ট্র। চীন অর্থনীতির বিশ্বায়নে যে-প্রচেষ্টা চালাচ্ছে, অস্ট্রেলিয়া তার উচ্চ প্রশংসা করে। অস্ট্রেলিয়া পারস্পরিক আদান-প্রদান বাড়ানো, মৈত্রী জোরদার এবং বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দু'পক্ষের কল্যাণ এবং বিশ্বের শান্তি ও সমৃদ্ধি অর্জনে ভূমিকা রাখতে চায়। (ওয়াং তান হোং/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040