চীন-অস্ট্রেলিয়া শিল্প ও বাণিজ্যিক মহলের সিইও গোলটেবিল বৈঠকে দু'দেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
  2017-03-25 15:49:19  cri
মার্চ ২৫: অস্ট্রেলিয়া সফররত চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ও সেদেশের প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল গতকাল (শুক্রবার) যৌথভাবে দু'দেশের শিল্প ও বাণিজ্যিক মহলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন।

দু'দেশের সিইওদের ভাষণের পর প্রধানমন্ত্রী লি বলেন, গোলটেবিল বৈঠক হল দু'দেশের শিল্প ও বাণিজ্যিক মহলের যোগাযোগের প্ল্যাটফর্ম এবং সিইওদের দু'দেশের সরকারের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ পদ্ধতি। সাম্প্রতিক ১০ বছরে দু'দেশের বাণিজ্যিক পরিমাণ প্রতি বছর ৯ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে। তা দু'দেশের অর্থনীতির প্রবৃদ্ধির গতির চেয়েও বেশি। চীন অস্ট্রেলিয়ার সঙ্গে অবাধ বাণিজ্য জোরদার এবং আন্তর্জাতিক বাণিজ্যের আরো ন্যায্য, স্বচ্ছ ও টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে ইচ্ছুক।

তিনি আরো বলেন, চীনা প্রতিষ্ঠাগুলো অস্ট্রেলিয়ার অবকাঠামোয় অংশ ও অস্ট্রেলিয়ায় অর্থবিনিয়োগ উন্নয়ন করতে চায়। চীন অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠানগুলোকে চীনে অর্থবিনিয়োগে স্বাগত জানায়।

টার্নবুল বলেন, দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে। দু'দেশের বিজ্ঞান ও প্রযুক্তি এবং সাংস্কৃতিক যোগাযোগ উন্নত হচ্ছে। দু'দেশের অবাধ বাণিজ্য উন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের বিনিয়োগ ত্বরান্বিত এবং কর্মসংস্থান বৃদ্ধি করা উচিত। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040