চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের নিউজিল্যান্ড সফর শুরু
  2017-03-26 18:52:54  cri

মার্চ ২৬: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বিল ইংলিশের আমন্ত্রণে চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং আজ (রোববার) নিউজিল্যান্ডের ওয়েলিংটন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তার সফর শুরু করেন।

লি খ্য ছিয়াং বলেন, চীন-নিউজিল্যান্ড কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকীতে নিউজিল্যান্ড সফরে তিনি খুব খুশি। তিনি আশা করেন, এ সফরের মাধ্যমে দু'পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক ও অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মত বিনিময় এবং নানা ক্ষেত্রের সহযোগিতা জোদার করবে।

তিনি আরো বলেন, চীন ও নিউজিল্যান্ড অবাধ বাণিজ্য সমর্থন করে। অনেক বছর আগে, চীন-নিউজিল্যান্ড দ্বিপক্ষীয় অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে, এ সিদ্ধান্ত দুদেশের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক উন্নয়নের জন্য অনুকূল। (লেলিন/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040