হ্যালো চায়না: ৭০. পরিবার
  2017-04-14 15:51:29  cri


চিয়া বা পরিবার একটি গুরুত্বপূর্ণ বিষয়। চীনে একটি গল্প প্রচলিত রয়েছে, এক ধনী লোক নেশাগ্রস্ত হয়ে তার নিজ বাড়ির সামনে এসে পড়ে যায়। এ সময় বাগানের প্রহরী তাকে বলেন, 'স্যার, আপনাকে পরিবারের কাছে দিয়ে আসি!' তখন ধনী লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করেন, 'পরিবার? কই আমার পরিবার'। প্রহরী আরো অবাক হয়ে বাগান সমৃদ্ধ বাড়িটির দিকে আঙ্গুল তুলে জিজ্ঞেস করে, 'এটি আপনার পরিবার না?' জবাবে নেশাগ্রস্ত লোকটি জানান, 'ওটা আমার পরিবার না, ওটা আমার বাড়ি।' এ গল্প থেকে বোঝা যায় যে, চিয়া অর্থ কেবল বাড়ি নয়। চিয়া হলো ভালোবাসার ঘাঁটি।

চীনা সভ্যতায় চিয়া সংস্কৃতি হলো খুবই গুরুত্বপূর্ণ অংশ। চীনের কনফুসিয়াস চিন্তাধারায় পরিবার, দেশ ও বিশ্ব সমান গুরুত্বপূর্ণ। এ দর্শনের মধ্যে 'সুশৃঙ্খল পরিবার, দেশ রক্ষা এবং বিশ্বশান্তি' শীর্ষক চিন্তাধারার অর্থ হলো, দক্ষ মানুষ তার পরিবারের কল্যাণের মাধ্যমে দেশকে সমৃদ্ধ করতে পারে, যা স্থিতিশীল বিশ্ব গড়তে সহায়ক। সেজন্য চীনারা পরিবারের ওপর খুব গুরুত্বারোপ করে। প্রত্যেক পরিবারে একটি বংশতালিকা আছে, যা পরিবারের সদস্যদের আত্মীয়তা এবং ঘনিষ্ঠতা বাড়ায়। বংশতালিকা তৈরির সময় পরিবারের বয়স্ক ও কনিষ্ঠদের অবস্থান ধারাবাহিকভাবে বসানো হয়, যার নাম 'পাই পেই'। মানুষের নাম রাখার সময় বংশের নামের একটি অংশ মূল নামের সঙ্গে ব্যবহার করা হয়। ফ্যামিলি নেম বা পারিবারিক নাম ও তার নিজস্ব নাম দিয়ে তার ও তার পরিবারের পূর্বপুরুষ সম্পর্কে ধারণা পাওয়া যায়।

হাজার হাজার বছর ধরে যে কোনো উত্সবে পরিবারের সব সদস্যদের সঙ্গে দেখা করার ধারা চালু রেখেছে চীনের মানুষ। জীবনের কর্মব্যস্ততায় মানুষ যত দূরেই থাকুক না কেনো, উত্সবের দিনগুলোতে বিশেষ করে বসন্ত উত্সবে তারা বাড়ি ফিরে পরিবারের সব সদস্যদের সঙ্গে পুনর্মিলনের আশা করে। পরিবারের সদস্যরা মিলে একত্রে রাতের খাবার খাওয়া চীনাদের জন্য সবচেয়ে সুখকর একটি বিষয়।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040