সুর ও বাণী: সুখ কাকে বলে?
  2017-04-17 19:41:20  cri


প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি আনন্দী বেইজিং থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের 'সুর ও বাণী' আসরে আমরা 'সুখ কাকে বলে?'-এ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো; অবশ্যই গান শোনার ফাঁকে ফাঁকে।

গত রোববার বিকেলে আমি মায়ের সঙ্গে বেইজিংয়ের ৭৯৮ সাংস্কৃতিক অঞ্চলের সিয়াও খ্য থিয়েটারে 'স্থিতিশীল সুখ' শীর্ষক একটি গীতিনাট্য দেখেছি। গীতিনাট্য দেখার পর মায়ের হাত ধরে থিয়েটারের বাইরে এসে দেখি, তখনও অন্ধকার নামেনি। বাগানে বসন্তের রঙিন ফুলগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। সেখানে এক নতুন দম্পতি বিয়ের পোশাক পরে ছবি তুলছেন। রাস্তার পাশের ফাস্ট ফুডের দোকানগুলো থেকে খাবারের সুঘ্রাণ ভেসে আসছে। আমরা নিউজিল্যান্ড স্টাইলের একটি রেস্তোরাঁয় গেলাম। রেস্তোরাঁর বাগানে বসে ডিনার খাচ্ছি। সন্ধ্যাবেলায় রাস্তার বাতির নরম আলো মায়ের গায়ে ও মুখে পড়েছে। তার হাসিমুখ দেখে আমার মন সুখের অনুভূতিতে ভরে গেলো। মনে হলো, এটাই আমার জীবনের 'স্থিতিশীল সুখ'। অনেক বছর পর মা আরও বৃদ্ধ হবেন। হয়তো তখন তাকে নিয়ে বাইরে গীতিনাট্য দেখা বা রেস্তোরাঁয় বসে খাওয়ার সুযোগ হবে না। তখন আজকের এই স্মৃতিই হবে আমাদের দু'জনের সম্বল।

বন্ধুরা, শুনুন চেন ই শুনের গাওয়া 'স্থিতিশীল সুখ' নামের গান। এ সরল সুরে আমাদের জীবনের সহজ সুখ অনুভব করুন।

সুখের অনুভূতি মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এমন অনুভূতি যত বেশি হবে, আমরা তত বেশি সুখী হবো। দশক তিনেক আগে ভুটানের তত্কালীন জনপ্রিয় রাজা জিগমে সিঙ্গে ওয়াং চুক 'সুখের সূচক'-এর ধারণা তুলে ধরেন। তিনি তার দেশে সে ধারণার অনুশীলনও করেছেন। বর্তমানে ভুটানের নাগরিকদের মাথাপিছু জিডিপি মাত্র ৭০০ মার্কিন ডলার। অথচ তারা পৃথিবীর সবচেয়ে সুখী জাতিগুলোর অন্যতম। সুখের প্রশ্নে আজকাল 'ভুটান পদ্ধতি' গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রশ্ন হচ্ছে: সুখ কাকে বলে? অনেকেই আজকাল নিজের সুখের হিসেব কষতে বসে যান। নিজেকে প্রশ্ন করেন: আমি কী সুখী?

বন্ধুরা, এখন শুনুন সিয়ে নার গাওয়া 'সুখের স্বাদ' শীর্ষক গান। গানটি শোনার পর আমরা আবার আলোচনায় ফিরবো।

পত্রিকায় আমি সুখ সম্পর্কে পড়েছি। সেখানে বলা হয়েছে:

তোমার ঘরের আয়তন দিয়ে নয়, বরং ঘরের ভিতর থেকে আসা হাসির মিষ্টতা দিয়ে সুখ পরিমাপ করো;

তোমার গাড়ির বিলাসবহুলতা দিয়ে নয়, বরং গাড়ি চালিয়ে তুমি নিরাপদে বাড়ি ফিরতে পারছো কি না, তা দিয়ে সুখ পরিমাপ করবে;

তোমার জমানো টাকা দিয়ে নয়, বরং তোমার মন ও শরীর স্বাধীনভাবে নিজের পছন্দের কাজগুলো করতে পারছে কি না, তা দিয়ে সুখ পরিমাপ করো;

তোমার প্রেমিক বা প্রেমিকার শারীরিক সৌন্দর্য দিয়ে নয়, বরং তোমার প্রেমিক বা প্রেমিকার হাসিমুখের উজ্জ্বলতা দিয়ে সুখ পরিমাপ করো;

তুমি কতো বড় কর্মকর্তা হলে তা দিয়ে নয়, বরং কর্মক্ষেত্রে সবাই তোমাকে ভালোবাসে কি না, তা দিয়ে সুখ পরিমাপ করো;

সুখ মানে স্রেফ ভালো খাবার খাওয়া ও সুন্দর পোশাক পরা নয়, সুখ মানে দুর্যোগ ও রোগ-বালাইয়ের শিকার না-হওয়া;

সুখ মানে অন্যের মিষ্টি কথা নয়, সুখ মানে দুঃখের সময়ে কাউকে কাছে পাওয়া; তার কাছ থেকে শোনা: 'চিন্তা করো না, আমি তো আছি‍!'

বন্ধুরা, শুনুন 'আমার প্রত্যাশিত সুখ' গানটি। গেয়েছেন সুন ইয়ান জি। গানটি শুনতে শুনতে চিন্তা করুন; বলুন: আপনার দৃষ্টিতে সুখ মানে কী?

তাইওয়ানের লেখিকা লোং ইং থাই  'সুখ মানে ভয় নেই' শিরোনামে একটি নিবন্ধ লিখেছেন। তিনি লিখেছেন, 'সুখ মানে জীবনে ভয় নেই। সূর্যোদয়ের পর দোকানদারকে দরজা খুলেই সরকারি সৈন্য বা ক্ষুধার্ত শরণার্থীর চেহারা দেখতে হবে না; ঘুম থেকে জেগে পরের দিন নিজেদের ঘরটিকে ধ্বংসপ্রাপ্ত দেখার ভয় নেই; প্রাথমিক স্কুলের একটি ছাত্র একা-একাই স্কুলে যাচ্ছে, অপহরণকারীর ভয় নেই; সমাজ তাকে ভুলে যায়নি বলে জেলখানায় বন্দির প্রত্যয়; আগামীকালই যুদ্ধ লেগে যেতে পারে, এমন আশঙ্কা থেকে জনসাধারণের মুক্ত থাকা। এগুলোই সুখ।'

এ পৃথিবীর সব জায়গা একরকম নয়। কোনো কোনো স্থানে ক্ষুধার্ত লোক আছে, কোনো কোনো স্থানে লড়াই বা সন্ত্রাসী হামলা চলছে। যদি আপনি এক শান্তিময় স্থানে বসবাস করার সুযোগ পান, তবে আপনার ভাগ্য ভালো। আপনি সুখী। তবে অন্য লোকজনের কথা ভুলে যাবেন না। আমরা বিশ্বের সকল মানুষের সুখ ও শান্তি কামনা করি। বন্ধুরা, 'তুমি আমার চেয়ে সুখী হও' শীর্ষক গানটি এখন আপনাদের শোনাবো।

চীনে একটি কথা খুব প্রচলিত আছে। কথাটি হচ্ছে: 'যারা হাসতে পছন্দ করেন, তাদের ভাগ্য মন্দ হবে না।' জীবনে নানা কঠিন অবস্থার মধ্য দিয়ে আমাদের যেতে হতে পারে। কিন্তু কোনো অবস্থাতেই বিশ্বাস হারাবেন না। বিশ্বাস করুন, সময়ের সাথে সাথে সব সমস্যার সমাধান হবে। হাসতে শিখুন, হাসি আপনার আশেপাশে আরও হাসিমুখের সন্ধান দেবে। আশায় বাঁচুন, আশা মানে সুখ, আশা হচ্ছে সুখের পূর্বলক্ষণ।

বন্ধুরা, শুনুন 'সুখের পূর্বলক্ষণ' শীর্ষক গান। গানে বলা হয়েছে, 'আমার মন এক একাকী দ্বীপ নয়। তোমার চোখে আমি সুখের পূর্বলক্ষণ দেখেছি। তোমার হৃদয়ের স্পন্দন শুনে আমি সুখের ইঙ্গিত পেয়েছি। তোমাকে দেখে আমার মুখে হাসি ফোটে। কারণ, আমি সুখের পূর্বলক্ষণ দেখেছি। ভালোবাসা কী চমত্কার!'

সুখ মানে সকালে ঘুম ভেঙেই বালিশের ওপর সূর্যালোক দেখা। সুখ মানে তাড়াহুড়া করে বিছানা না-ছেড়ে আরও খানিকটা সময় লেপের ভিতরে লুকিয়ে থাকা এবং রান্নাঘর থেকে ভেসে আসা মায়ের নড়াচড়ার শব্দ শোনো ও ভাজা ডিমের সুগন্ধ নেওয়া।

সুখ মানে গভীর রাতে অফিস থেকে বাসায় ফিরে দূর থেকে ঘরের মধ্যে আলো জ্বলতে দেখা। 'কেউ একজন অপেক্ষা করছে আমার জন্য'—এই ভাবনাই সুখ।

সুখ মানে ছুটির দিনে পার্কের লম্বা বেঞ্চিতে বসে বই পড়া। হয়তো কোনো শিশুর ছুড়ে দেওয়া ছোট্ট বল এসে লুটিয়ে পড়েছে পায়ের নীচে। শিশুটি হাসিমুখে বলটি নেওয়ার সময় মিষ্টি কণ্ঠে বললো: 'ধন্যবাদ।' এটাই সুখ।

বন্ধুরা, শুনুন 'তোমার সুখ কামনা করি' গানটি। গেয়েছেন লি শেং চিয়ে। এ গানের কথাগুলো ঠিক আমার মনের কথা।

বন্ধুরা, সুখ কাকে বলে? এ প্রশ্নের উত্তর হয়তো একেক জন একেকভাবে দেবেন। আপনার উত্তর কী? আমার খুব জানতে ইচ্ছা হয়। এ অনুষ্ঠান শোনার পর সুখ সম্পর্কে আপনার মনে যে ভাবনার উদয় হয়েছে, তা আমাকে লিখে জানান। খুব খুশী হবো।

'সুর ও বাণী' আসর আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুখে থাকুন। আবার কথা হবে। (ইয়ু/আলিম)

২০১৭/৪/১৭

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040