চীন-কাজাখস্তান অ্যাকটোবে তেল ও গ্যাস কোম্পানি
  2017-04-26 11:38:08  cri



চীনের বাইরে রেশমপথ অর্থনৈতিক অঞ্চলের প্রথম দেশ কাজাখস্তান। চীনা কোম্পানি স্থানীয় সমাজ ও অর্থনীতি উন্নয়নে বড় অবদান রাখছে। সম্প্রতি সিআরআই'র সাংবাদিক চীন-কাজাখস্তান তেল ও গ্যাস পাইপলাইনের গুরুত্বপূর্ণ প্রকল্প 'চীন-কাজাখস্তান অ্যাকটোবে তেল ও গ্যাস কোম্পানি' পরিদর্শন করেন।

কোম্পানিটি কাজাখস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের অ্যাকটোবে রাজ্য অবস্থিত। এ কোম্পানি ছিল ১৯৮১ সালে প্রতিষ্ঠিত তত্কালীন সোভিয়েত ইউনিয়নের তেল মন্ত্রণালয়ের অ্যাকটোবে তেল উত্পাদন ইউনিট। চায়না পেট্রো ১৯৯৭ সালে শেয়ার এ কোম্পানির শেয়ার কিনে নেয় এবং এর উত্পাদন ও ব্যবস্থাপনাকে আধুনিক করে তোলে। ২০ বছর পর এখন কোম্পানিটি বিদেশে চায়না পেট্রোর বড় তৈলক্ষেত্রগুলোর অন্যতম। এই তেলক্ষেত্র দেশের জ্বালানির চাহিদা মেটাতে এবং 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর প্রসঙ্গে অ্যাকটোবে তেল ও গ্যাস কোম্পানির ম্যানেজার ওয়াং চুন রেন বলেন(রে),

"চীন-কাজাখস্তান অ্যাকটোবে তেল ও গ্যাস কোম্পানি হল মধ্য এশিয়ায় চীনের প্রথম প্রকল্প এবং চীন-কাজাখস্তান তেল ও গ্যাসবিষয়ক সহযোগিতা শুরুর প্রতীক। রেশমপথ অঞ্চলে এর অবস্থান গুরুত্বপূর্ণ। ২০ বছরের সহযোগিতায় কোম্পানিটি উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে। এখন পর্যন্ত এ তেলক্ষেত্রটি ১০ কোটি টন অশোধিত তেল উত্পাদন করেছে।"

অ্যাকটোবে রাজ্যে এ কোম্পানির ব্যবস্থাপনায় চায়না পেট্রো'র অংশগ্রহণের শুরু থেকেই পারস্পরিক আস্থা ও কল্যাণের ভিত্তিতে কাজ হচ্ছে। স্থানীয়দের কাছ থেকে চায়না পেট্রো সর্বাত্মক সহযোগিতাও পেয়ে আসছে। বিদেশে চীনা কোম্পানিগুলোর জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে চায়না পেট্রো। এর প্রসঙ্গে ওয়াং চুন রেন বলেন

(রে)

"আমাদের কোম্পানি অ্যাকটোবে রাজ্যের অর্থনীতিএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাজ্যের মোট জিডিপি'র ৫০ শতাংশই আসে আমাদের কোম্পানি থেকে। পাশাপাশি রাজ্যের বৃহত্তম কোম্পানিগুলো অন্যতম আমাদের কোম্পানি। গত ২০ বছরে আমরা মোট ১৫০০ কোটি ডলার কর প্রদান করেছি।"

শুধু স্থানীয় অর্থনীতিতেই এ কোম্পানি ইতিবাচক ভূমিকা পালন করে আসছে তা নয়। উন্নত প্রযুক্তি ব্যবহার করে উত্পাদনক্ষমতা বাড়ানোর পাশাপাশি, স্থানীয় পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণেও কোম্পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

২০ বছর আগে এ কোম্পানি ছিল একটি পুরাতন কারখানার মতো, যেখানে সরঞ্জাম ও উত্পাদান-প্রক্রিয়া ছিল সেকেলে। ১৯৯৭ সালে চায়না পেট্রো কোম্পানিটি অধিগ্রহণ করার পর পুর্ননির্মাণের কাজ করে এবং নতুন করে ৪টি তেল ও গ্যাস প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন করে। স্থানীয় পরিবেশের জন্য কোম্পানি কী কী করেছে? এ প্রসঙ্গে কোম্পানির স্থানীয় কর্মী, উপ-ব্যবস্থাপক তাকতালিফুম এসেনগুলভ বলেন (রে),

"আগে তেলক্ষেত্র থেকে তেল নিষ্কাশনের সময় যে গ্যাস নির্গত হতো, তা সরাসরি জ্বালিয়ে দেওয়া হতো। আর এখন এ গ্যাস স্থানীয়দের ব্যবহার-উপযোগী করা হয়েছে। এ গ্যাস দেশের অন্য স্থানেও রফতানি করা হয়। প্রযুক্তি উন্নয়নের ফলে এখান থেকে আমরা এলপি গ্যাসও উত্পাদন করতে পারি। "

স্থানীয় কর্মী এবং স্থানীয় ব্যবস্থাপনা-কৌশলের ওপর গুরুত্ব দেয় কোম্পানি। ১৯৯৮ সাল থেকে কোম্পানিটি ১৪,৯৯২ জন স্থানীয় কর্মী এবং ১৭০০ জন স্থানীয় কর্মকর্তা নিয়োগ করেছে। কোম্পানির এইচআর বিভাগের উপ-ব্যবস্থাপক তাতিয়ানা শুনকোভা কর্মী থেকে পদোন্নতি পেয়ে পেয়ে এ পর্যায়ে এসেছেন। স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ বিষয নিয়ে তিনি বলেন (রে)

"আমি কোম্পানির এ নীতি সমর্থন করি। আমি আমার কাজ খুব পছন্দ করি। কোম্পানিতে আমি লেখাপড়া এবং নিজের প্রতিভা কাজে লাগানোর সুযোগ পাই। আমি খুব খুশি যে কোম্পানিতে প্রত্যেক কর্মী প্রগতিশীল এবং লেখাপড়া করতে আগ্রহী। এমন একটি কোম্পানিতে কাজ করা আমার জন্য গর্বের বিষয়।"

গত ২০ বছরে কাজখাস্তানে কোম্পানিটি অনেক জনকল্যাণমূলক কাজেও অংশ নিয়েছে। এ সময় কোম্পানিটি কাজাখস্তানের বিভিন্ন অঞ্চলে অবকাঠামো, হাসপাতাল, সংস্কৃতি ও শিক্ষাকেন্দ্র নির্মাণ ও মেরামতে মোট ৬৯.৪ কোটি ডলার অনুদান দিয়েছে। এর পাশাপাশি, কোম্পানিটি স্থানীয় নারী ও শিশু তহবিল, প্রতিবন্ধী কমিটি, সাংবাদিক সংস্থা ও নার্সিং হোমকেও সহায়তা দিয়ে আসছে। কোম্পানির অবসরপ্রাপ্ত কর্মী উতেমিস আকিমভ সাংবাদিককে বলেন,

"কোম্পানি জনকল্যাণে অনেক কাজ করেছে। স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত কর্মীরা কোম্পানির কাছ থেকে সাহায্য পেয়েছে। একজন অবসরপ্রাপ্ত কর্মী হিসেবে আমি কোম্পানির কাজে গর্বিত। চীনা কোম্পানি শুধু কাজাখান্তানে তেলসম্পদ উন্নয়ন করে তা নয়, বর্তমানে দু'দেশ নানা বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ করছে এবং আমি বিশ্বাস করি, ভবিষ্যতে দু'পক্ষের সহযোগিতা আরও জোরদার ও উন্নত হবে।"

২০ বছর ধরে চীন-কাজাখস্তান অ্যাকটোবে তেল ও গ্যাস কোম্পানি দু'দেশের জ্বালানি সহযোগিতা এবং স্থানীয় পরিবেশ সংরক্ষণ ও সমাজ উন্নয়নে অবদান রেখে আসছে। এ জন্য কোম্পানি দেশটির প্রেসিডেন্ট, প্রধামন্ত্রীসহ বিভিন্ন নেতৃবৃন্দের প্রশংসা কুড়িয়েছে এবং স্বীকৃতিস্বরূপ সরকারি পুরস্কারও পেয়েছে।

অ্যাকটোবে রাজ্যের ভাইস গভর্নর কাইরাত বেকেনভ আশা করেন, দু'দেশের অর্থনৈতিক সহযোগিতায় আরও অবদান রাখতে পারবে চীন-কাজাখস্তান অ্যাকটোবে তেল ও গ্যাস কোম্পানি। তিনি বলেন,

"চীন-কাজাখস্তান অ্যাকটোবে তেল ও গ্যাস কোম্পানির কর্মীর সংখ্যা ৬ হাজারের বেশি এবং এ কোম্পানিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সেবা কোম্পানিও প্রতিষ্ঠিত হয়েছে। এ কোম্পানির উন্নয়ন স্থানীয় অর্থনীতির সাথে ঘনিষ্ঠভাবে সম্পকযুক্ত। চীন-কাজাখস্তান অ্যাকটোবে তেল ও গ্যাস কোম্পানির নেতৃত্বে আরও বেশি চীনা কোম্পানি কাজাখস্তানে এসে বিনিয়োগ করবে বলে আমি বিশ্বাস করি। আমি আশা করি, চীন-কাজাখস্তান অ্যাকটোবে তেল ও গ্যাস কোম্পানি আরও উন্নত হবে এবং দু'দেশের অর্থনীতির উন্নয়নে আরও ইতিবাচক অবদান রাখবে।" (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040