হাওরে আগামী ফসলের আগ পর্যন্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: ত্রাণমন্ত্রী
  2017-04-25 19:14:32  cri
ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, হাওরে আগামী ফসল না ওঠা পর্যন্ত কৃষকদের সহায়তা দিয়ে যাবে সরকার।

মঙ্গলবার নেত্রকোনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ করে এ কথা বলেন তিনি। এদিকে সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলার হাওর অঞ্চলে কৃষক পরিবারে এখন শুধুই হাহাকার। সব জায়গায় ত্রাণ পৌঁছেনি বা পৌঁছলেও তা যথেষ্ট নয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয় প্রশাসন বলছে, পর্যাপ্ত ত্রাণের জন্য তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। এদিকে সুনামগঞ্জের হাওরগুলোতে ৭ দিন বন্ধ থাকার পর মাছ ধরার অনুমিত দিয়েছে প্রশাসন। তবে মরা মাছ না খেতে পরামর্শ দেওয়া হয়েছে তাদের।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040