বাংলাদেশে 'পে-টিভি'-র দর্শক সংখ্যা বিপুল পরিমাণে বাড়বে: ডাটাক্সিস
  2017-04-26 11:29:25  cri

এপ্রিল ২৬: সার্কের সদস্য দেশগুলো অর্থাত্ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থার সদস্যদেশের মধ্যে ভারত হল বৃহত্তম 'পে-টিভি'-র বাজার। পুরো দক্ষিণ এশীয় অঞ্চলের 'পে-টিভি' আয়ের ৮০ শতাংশই ভারতের দখলে ।

সম্প্রতি বাজার গণজপরিপ সংস্থা ডাটাক্সিস দক্ষিণ এশীয় দেশসমূহের 'পে-টিভি' উন্নয়নের অবস্থা নিয়ে একটি তদন্ত রিপোর্ট প্রকাশ করে। রিপোর্টে বলা হয়, দক্ষিণ এশীয় দেশসমূহের 'পে-টিভি' বাজারের উন্নয়ন অনেক সমৃদ্ধ। যেমন ভারত, ২০১৬ সালে দেশটির পে-টিভির দর্শক সংখ্যা ছিল ১৭.৭ কোটি, এ সংখ্যা ২০২১ সালে ২১.৫ কোটি ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে।

এ ছাড়া বাংলাদেশে 'পে-টিভি' বাজারের উন্নয়নের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। দর্শক সংখ্যা বৃদ্ধি ২০ শতাংশ ছাড়িয়ে যাবে। ডাটাক্সিস মনে করে, সার্কের ৮টি সদস্য দেশের জনসংখ্যা বিশ্বের ২৫ শতাংশ, 'পে-টিভি' বাজারের জন্য উন্নয়নের সুপ্ত শক্তি বিশাল। ২০২১ সালে দক্ষিণ এশিয়ায় 'পে-টিভি'র দর্শক সংখ্যা ২৭.১ কোটিতে দাঁড়াবে। (শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040