'আমরা যমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করি'—চীনের সশস্ত্র পুলিশের উদ্ধার ও ত্রাণ ক্ষমতা জোরদারের বিশেষ প্রশিক্ষণ(ছবি)
  2017-04-27 13:56:55  cri

'*** এলাকায় তীব্র ভূমিকম্প ঘটেছে, অনেক ঘরবাড়ি এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। লোকজন ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছে। দুর্যোগের অবস্থা অনেক ভয়াবহ, ত্রাণ দলটি তাড়াতাড়ি দুর্গত এলাকায় পাঠাতে হবে'।

এমন কথা চীনের সশস্ত্র পুলিশের কাছে অনেক পরিচিত। চীনের যেখানে দুর্যোগ তৈরি হয়, মুহূর্তেই তাদেরকে সেখানে দেখা যায়। তারা লোকজনকে বিপদ থেকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালান, এমনকি এ কাজে তারা নিজের জীবনও উত্সর্গ করেন। তাদের কাছে উদ্ধার ও ত্রাণ সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ তা লোকজনের জীবনের সঙ্গে জড়িত।

সম্প্রতি ফুচিয়ান প্রদেশে চীনের সশস্ত্র পুলিশের একটি উদ্ধার ও ত্রাণদল বিশেষ প্রশিক্ষণ নেয়। এক মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণে তাদের হাতের চামড়া খসে পড়ে। তবে কেউই অভিযোগ করেন নি, তাদের কথায়: এসব আমাদের দায়িত্ব, কারণ, আমরা যমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করি। (শুয়েই/টুটুল)

1 2 3 4 5 6
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040