থাইচি মুষ্টিযুদ্ধের উত্স ছেনচিয়াকৌ চলুন (ছবি)
  2017-04-27 13:50:54  cri

এপ্রিল ২৭: বুধবার চীনের হুনান প্রদেশের উন জেলার ছেনচিয়াকৌতে, শিক্ষার্থীরা থাইচি মুষ্টিযুদ্ধ চর্চা করেন।

ছেনচিয়াকৌ চীনে থাইচি মুষ্টিযুদ্ধের উত্সভূমি। প্রতি বছর দেশ-বিদেশের দশ হাজারেরও বেশি থাইচিপ্রেমী থাইচি মুষ্টিযুদ্ধ শেখার জন্য এখানে আসেন। তাদের মাধ্যমে থাইচি সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

বর্তমানে থাইচি মুষ্টিযুদ্ধের উত্স ছেনচিয়াকৌতে ৪০টি থাইচি প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া ক্রীড়া, সংস্কৃতি, পর্যটনসহ বহুমুখী অঞ্চল হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় লোকেরা এ সুযোগে 'কৃষকদের বাড়িতে থাকা, তাদের খাবার উপভোগ করা, থাইচি মুষ্টিযুদ্ধ চর্চা' শীর্ষক বৈশিষ্ট্যময় পর্যটন সেবা দিচ্ছে।

থাইচি মুষ্টিযুদ্ধ চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি। এতে শরীর চর্চা, সুস্বাস্থ্য রক্ষা এবং লড়াইয়ের কৌশল অন্তর্ভুক্ত। ২০০৬ সালে থাইচি মুষ্টিযুদ্ধকে দেশের প্রথম সারির অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

(শুয়েই/তৌহিদ)

1 2 3 4 5 6
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040