কক্ষপথে প্রোপেলান্ট সরবরাহ পরীক্ষা সফল, চীনের মহাকাশ গবেষণা নতুন যুগে প্রবেশ
  2017-04-27 20:01:09  cri

এপ্রিল ২৭: চীনের 'থিয়েন চৌ-১' মালবাহী নভোযান থিয়েন কোং-২'য়ের সঙ্গে সংযোগের পর আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা সাতটা ৭ মিনিটে প্রথমবারের মতো সাফল্যের সঙ্গে কক্ষপথে প্রোপেলান্ট সরবরাহ পরীক্ষা সম্পন্ন করেছে, যার মানে থিয়েন চৌ-১ নভোযানের কর্তব্য সফল হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী আগামী জুন মাসের মাঝামাঝিতে দ্বিতীয়বারের মতো এ পরীক্ষা চালাবে থিয়েন চৌ-১।

(ওয়াং তান হোং/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040