শেখ হাসিনার সঙ্গে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সাক্ষাৎ
  2017-04-27 20:09:35  cri
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইইসানুল করিম বলেন, শেখ হাসিনা ও ডেভিড ক্যামেরন দুদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে মতবিনিময় করেছেন। যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন ক্যামেরন। শেখ হাসিনা বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে সরাসরি কার্গো বিমান পরিবহনের নিষেধাজ্ঞার কথা তুলে ধরে এর সমাধান কামনা করেন। বলেন, এতে বাংলাদেশের বেসরকারি খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। রোহিঙ্গি সমস্যা নিয়েও আলোচনা করেন তারা। গত বছর ব্রিটেনে গণভোটে ব্রেক্সিটের পক্ষে জনগণ রায় দিলে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ক্যামেরন।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040