প্রথম তিনমাসে আফগানিস্তানে বিভিন্ন সশস্ত্র সংঘর্ষে হতাহতের সংখ্যা ২ সহস্রাধিক
  2017-04-28 10:16:17  cri
এপ্রিল ২৮: এ বছরের প্রথম তিনমাসে আফগানিস্তানের বিভিন্ন সশস্ত্র সংঘর্ষে মোট ২১৮১জন আফগান নিরীহ নাগরিক হতাহত হয়েছে। এর মধ্যে নিহতদের সংখ্যা ৭১৫ এবং আহতদের সংখ্যা ১৪৬৬ জন। গতকাল (বৃহস্পতিবার) আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা প্রতিনিধি দলের প্রকাশিত পরিসংখ্যান রিপোর্ট থেকে এই তথ্য জানা গেছে।

রিপোর্টে বলা হয়, হতাহত ঘটনার ৬২ শতাংশ সরকার বিরোধী সশস্ত্র জঙ্গির হাতে সৃষ্টি হয়েছে। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ বেশি।

রিপোর্টে আরো বলা হয়, হতাহতের মধ্যে নারীর সংখ্যা ২৭৩, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৪ শতাংশ বেশি। হতাহত শিশুর সংখ্যা ৭৩৫, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ বেশি।

রাজধানী কাবুলে হতাহতের অবস্থা সবচেয়ে গুরুতর বলে রিপোর্টে উল্লেখ করা হয়। পরের অবস্থানে রয়েছে দক্ষিণাঞ্চলের হেলমান্দ ও কান্দাহার এবং পূর্বাঞ্চলের নানগারহার প্রদেশ। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040