চীনের পররাষ্ট্রমন্ত্রী ও রুশ উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত্‌
  2017-04-28 16:53:31  cri
এপ্রিল ২৮: বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে সাক্ষাত্‌ করেছেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী গেন্নাদিয়ে গাতিলোভ। এদিন নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কোরীয় উপদ্বীপের পরমাণু ইস্যুতে মন্ত্রী পর্যায়ের উন্মুক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় ওয়াং ই বলেন, চীন ও রাশিয়ার মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক রয়েছে। দু'দেশ আন্তর্জাতিক বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে। বর্তমানে কোরীয় উপদ্বীপ পরিস্থিতি বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। উপদ্বীপের সমস্যা সমাধানে চীন যে প্রস্তাব দিয়েছে, তা রুশ প্রস্তাবের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এ বিষয়ে দু'দেশ ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে বলে আশা করে চীন।

তারা মনে করেন, বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত নিরাপত্তা পরিষদে কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যাসংক্রান্ত প্রস্তাব বাস্তবায়ন করা। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র প্রকল্প বন্ধের পাশাপাশি শান্তি বৈঠক জোরদার করা উচিত বলেও মনে করেন তারা।

(ওয়াং তান হোং/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040