মস্কোতে রুশ-জাপান শীর্ষনেতার বৈঠক
  2017-04-28 19:05:52  cri
এপ্রিল ২৮: গতকাল (বৃহস্পতিবার) মোস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন সফররত জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। দুই নেতা আর্থিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় ও শান্তিপূর্ণ চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা করেছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়াকে 'নর্দান দ্বীপগুলো' ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে জাপান। কিন্তু রাশিয়া এসব দ্বীপ রুশ ভূখণ্ডের অংশ বলে দাবি প্রত্যাখ্যান করছে। এ কারণে দু'দেশের মধ্যে শান্তিপূর্ণ চুক্তি এখনো স্বাক্ষরিত হয়নি।

বৈঠকে দু'পক্ষ 'নর্দান দ্বীপগুলো'তে যৌথভাবে আর্থিক উন্নয়নে একমত হয়েছে। শীগগিরই দু'পক্ষ উন্নয়ন কাজের তালিকা করবে বলে জানা গেছে।

দু'পক্ষ রাশিয়ার সাখালিন থেকে জাপানের হোক্কাইদো পর্যন্ত প্রাকৃতিক গ্যাস পাইপলাইন নির্মাণ, রাশিয়া থেকে জাপানে বিদ্যুত সরবরাহের বিষয় নিয়ে আলোচনা করেছে।

২০১৮ সালকে 'রাশিয়া বর্ষ' হিসেবে উদযাপন করবে জাপান।

কোরীয় উপদ্বীপ ইস্যুতে সংযম বজায় রেখে দ্রুত ছয় পক্ষীয় বৈঠক শুরু করতে একমত হয়েছে দু'পক্ষ।

বৈঠকে শান্তিপূর্ণ চুক্তি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে এ চুক্তি স্বাক্ষরে দু'দেশের কৌশলগত স্বার্থ এবং জনসমর্থন প্রয়োজন বলে জোর দেন পুতিন।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040