চীন-কম্বোডিয়া সরকারি পর্যায়ের চতুর্থ সমন্বয় বৈঠক অনুষ্ঠিত
  2017-04-28 19:18:26  cri
এপ্রিল ২৮: গতকাল (বৃহস্পতিবার) কম্বোডিয়ার নমপেনে অনুষ্ঠিত হয়েছে চীন-কম্বোডিয়া সরকারি পর্যায়ের সমন্বয় কমিশনের চতুর্থ বৈঠক। চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ইয়াং চিয়ে ছি ও কম্বোডিয়ার উপপ্রধানমন্ত্রী হর হাম হং যৌথভাবে এতে সভাপতিত্ব করেছন। বিগত তিনটি বৈঠকের পর এবারের বৈঠকে দু'দেশ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছে এবং আগামী বছর দ্বিপক্ষীয় বিনিময় ও সহযোগিতার পরিকল্পনা করেছে।

গত বছর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও দেশটির রাজা নরোদম সিহামনির সাক্ষাতের কথা উল্লেখ করে ইয়াং চিয়ে ছি বলেন, প্রেসিডেন্ট সি দুই পক্ষের সম্পর্ক উন্নয়নে দিক নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, দু'দেশের উচিত শীর্ষনেতাদের মতৈক্য বাস্তবায়ন করা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা চালানো। এ ছাড়া, চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ও দেশটির প্রধানমন্ত্রী হুন সেন তিনবার বৈঠক করেছেন।

বৈঠকে হর নাম হং বলেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের কম্বোডিয়া সফরের সময় স্বাক্ষরিত সহযোগিতামূলক চুক্তির মধ্যে রয়েছে যৌথভাবে 'এক অঞ্চল, এক পথ' প্রকল্পের অবকাঠামো নির্মাণে সহযোগিতা চালানো। কম্বোডিয়ার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের দীর্ঘকালীন সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে দেশটি। কম্বোডিয়ায় অবকাঠামো নির্মাণে চীনা প্রতিষ্ঠানকে স্বাগতও জানান তিনি। ভবিষ্যতে দু'দেশের সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা করেন উপপ্রধানমন্ত্রী।

(ওয়াং তান হোং/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040