সবার কর্মসংস্থান সৃষ্টি ও নব্যতাপ্রবর্তন জোরদারে জাতিসংঘ সাধারণ সম্মেলনের আহ্বান
  2017-04-28 19:29:39  cri
এপ্রিল ২৮: সবার কর্মসংস্থান সৃষ্টি ও নব্যতাপ্রবর্তন জোরদারের আহ্বান জানিয়েছে ৭১তম জাতিসংঘ সাধারণ সম্মেলন। আজ (শুক্রবার) ৭১তম জাতিসংঘ সাধারণ সম্মেলনে বিশ্ব নব্যতাপ্রবর্তন দিবস স্মরণে ২৮৪ নম্বর প্রস্তাব গৃহীত হয়।

সম্মেলনে বলা হয়, নব্যতাপ্রবর্তন সব দেশের অর্থনৈতিক উন্নতির জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই সব দেশকে কর্মসংস্থান সৃষ্টি ও নব্যতাপ্রবর্তনের আহ্বান জানানো হয়েছে। এ কর্মকাণ্ড দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াবে এবং নারী ও যুবকসহ সবার জন্য সুযোগ বয়ে আনবে বলে উল্লেখ করা হয়।

এদিন, জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি লিউ চিয়ে ই গণমাধ্যমে বলেন, চীন সরকার বরাবরই 'নব্যতাপ্রবর্তন, সমন্বয়, সবুজায়ন, উন্মুক্তকরণ ও সমন্বিত অর্জন' এ পাঁচটি উন্নয়ন চিন্তাধারায় অবিচল রয়েছে। চীন সরকার নব্যতাপ্রবর্তনকে রাষ্ট্রীয় উন্নয়নের কেন্দ্রীয় বিষয়ে হিসেবে দেখে এবং অব্যাহতভাবে 'সবার কর্মসংস্থান সৃষ্টি ও নব্যতাপ্রবর্তন জোরদার' করে যাচ্ছে। চীন সব দেশের সঙ্গে ২০৩০ সাল নাগাদ টেকসই উন্নয়ন কর্মসূচি এগিয়ে নিতে চায়।

(ওয়াং তান হোং/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040