বাংলাদেশ দূতাবাসের বাংলা নববর্ষের বিশেষ অনুষ্ঠান
  2017-04-29 18:34:10  cri


সুপ্রিয় শ্রোতা, চীন আন্তর্জাতিক বেতারের 'খোলামেলা' অনুষ্ঠানের প্রথমে আপনাদের জানাচ্ছি নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা, 'শুভ নববর্ষ'। চীনে বাংলাদেশ দূতাবাস পহেলা বৈশাখ উদযাপনের জন্য সম্প্রতি পেইচিংয়ে একটি বিশেষ আয়োজন করেছে। অনুষ্ঠানে পেইচিংয়ে থাকা বঙ্গালীরা নিজের মত গানে নাচে নববর্ষের আনন্দ উপভোগ করেছে। আজকের অনুষ্ঠানে আমরা পেইচিংয়ে বঙ্গালিরা নববর্ষ উদযাপনী অনুষ্ঠানের কিছু অংশ আপনাদের শোনাবো। এ আয়োজনে আজ আছি আমি ইয়াং ওয়েই মিং-স্বর্ণা

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত এম ফজলুল করিম সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনিও নববর্ষ উপলক্ষ্যে কিছু কথা বলেছেন।

পেইচিং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নববর্ষ উপলক্ষ্যে একটি রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন। শুনুন তাদের গাওয়া গানটি।

নববর্ষের সময় তো আনন্দের সময়, গানের সময়। শুনুন পেইচিংয়ে বসবাসকারী কয়েকজন বাঙ্গালির গাওয়া বাংলা গান।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040