ইইউ'তে তুরস্কের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা চলছে: মোঘারিনি
  2017-04-30 14:33:57  cri
এপ্রিল ৩০: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-তে তুরস্কের সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত সে আলোচনায় তেমন কোনো অগ্রগতি হয়নি। ইইউ'র কূটনীতি ও নিরাপত্তাবিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি ফেদেরিকা মোঘারিনি গত শুক্রবার মাল্টায় ইইউ'র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, ইইউ'তে অন্তর্ভুক্তির শর্তাবলী স্পষ্ট। তুরস্ক এ সম্পর্কে ভালোভাবেই অবগত আছে। এ ক্ষেত্রে মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শনের মতো শর্তগুলো বেশি গুরুত্বপূর্ণ। তা ছাড়া, বর্তমানে তুরস্কের সাথে ইইউ'র আলোচনা সন্ত্রাসদমন ও সিরিয়া ইস্যুতেও সম্প্রসারিত হয়েছে।

তিনি আরও বলেন, ইইউ তুরস্কের গণভোটের ফলাফলকে সম্মান করে। ইইউ আশা করে, তুরস্কের বিভিন্ন পক্ষ যৌথভাবে সংবিধান সংশোধনের প্রস্তাব বাস্তবায়ন করার চেষ্টা করবে। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040