ইতালির রাজধানীতে বৈশ্বিক দারিদ্র্যবিমোচন কর্মসূচির ওপর সেমিনার
  2017-04-30 19:27:08  cri
এপ্রিল ৩০: ইতালির রাজধানী রোমে গত শুক্রবার আয়োজিত হয় বৈশ্বিক দারিদ্র্যবিমোচন কর্মসূচির ওপর একটি আন্তর্জাতিক সেমিনারের। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সেমিনারে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিরা দারিদ্র্যবিমোচন নিয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং দারিদ্র্যবিমোচনের চ্যালেঞ্জসমূহ নিয়ে আলোচনা করেন।

সেমিনারে বলা হয়, চীন হচ্ছে প্রথম উন্নয়নশীল দেশ যেখানে দারিদ্র্যবিমোচনের ক্ষেত্রে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের বিশ্বব্যাপী যোগাযোগ, বিজ্ঞান ও কৌশল বিভাগের পরিচালক সেমিনারে বলেন, চীনের দারিদ্র্যবিমোচন পদ্ধতি কার্যকর।

সেমিনারে চীনের ওয়েবসাইট তথ্যকেন্দ্রের উপ-পরিচালক লি ফু কেন বলেন, চীন সরকার দারিদ্র্যবিমোচন সংক্রান্ত দেশি-বিদেশি তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। বিভিন্ন দেশের অভিজ্ঞতা এবং নিজস্ব চিন্তা-ভাবনার আলোকে চীন দারিদ্র্যবিমোচনের লক্ষ্যে বৈশিষ্ট্যময় পদ্ধতি গ্রহণ করেছে। এতে সাফল্য এসেছে। চীন তার অভিজ্ঞতা অন্য দেশগুলোর সাথে শেয়ার করতে আগ্রহী।

উল্লেখ্য, বিগত ৩০ বছরে বৈশ্বিক অর্থনীতি অনেক উন্নত হয়েছে এবং দরিদ্র মানুষের সংখ্যাও উল্লেখযোগ্য হারে কমেছে। কিন্তু তার পরও, বিশ্বের ৮০ কোটি মানুষ এখনও দারিদ্র্যসীমার নিচে বাস করছে। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040