বাণিজ্য ও শিল্পনীতি কার্যালয় প্রতিষ্ঠার নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট
  2017-04-30 19:38:47  cri
এপ্রিল ৩০: গতকাল (শনিবার) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য ও শিল্পনীতি কার্যালয় প্রতিষ্ঠাসংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এ কার্যালয় দেশের সকল বাণিজ্যিক চুক্তি পর্যালোচনা করবে।

নির্দেশে বলা হয়েছে, বাণিজ্য ও শিল্পনীতি কার্যালয়ের মূল দায়িত্ব হবে মার্কিন শ্রমিক ও প্রতিষ্ঠানগুলোর স্বার্থ সুরক্ষা করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, বাণিজ্য-ঘাটতি কমিয়ে আনা, ও দেশীয় শিল্পের ভিত্তি সুসংহত করার লক্ষ্যে কাজ করা।

উল্লেখ্য, প্রস্তাবিত কার্যালয়টি হোয়াইট হাউসের সাথে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যম হিসেবেও কাজ করবে। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040