"আমার চোখে চীনের ইয়ুন নান প্রদেশ"
  2017-05-19 16:28:30  cri


আপনরা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন আমাদের সাপ্তাহিক আয়োজন 'চলুন বেড়িয়ে আসি'। আপনাদের সঙ্গে আছি আমি রুবি এবং...।

প্রিয় শ্রোতা, চীনের ইয়ুন নান প্রদেশ অনেক বাংলাদেশি বন্ধুর পরিচিত জায়গা। ইয়ুন নান থেকে বিমানে বাংলাদেশে যেতে মাত্র দু'ঘন্টা সময় লাগে। প্রদেশটির রাজধানী খুন মিং। খুন মিং-কে 'বসন্তের শহর' ডাকা হয়। এ থেকে বোঝা যায়, এ প্রদেশের আবহাওয়া খুব আরামদায়ক। ইয়ুন নান প্রদেশে বহু সংখ্যালঘু জাতি গোষ্ঠী বাস করে। এখানে ঐতিহাসিক সংস্কৃতি ও সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ এবং বহুল ভৌগোলিক শৈলী রয়েছে। এ প্রদেশে পর্যটকরা সুন্দর লি ছিয়াং প্রাচীন শহর, বিস্ময়কর 'মেয়ে রাজ্য' লুকুলেক এবং বিশাল তুষার ঢাকা পাহাড় উপভোগের পাশাপাশি এখানকার 'আর হাই হৃদের' পরিস্কার পানি ও শান্ত ও নিরিবিলি পরিবেশ উপভোগ করতে পারেন এবং সুস্বাদু ফলমূল খেতে পারেন। ইয়ুন নান সম্পর্কে অনেক তথ্য জানিয়েছি।

আজকের এ অনুষ্ঠানে আমরা টুটুলের খুন মিং ভ্রমণের কথা শুনবো। কেমন?

রুবি: টুটুল আপনি কবে খুন মিং গিয়েছিলেন? কত দিন ছিলেন? কিভাবে গেলেন?

রুবি: তখন আবহাওয়া কেমন ছিল।

রুবি: ইয়ুন নান প্রদেশে পা ফেলার সঙ্গে সঙ্গে এ প্রদেশ আপনার মনে কি ছাপ ফেলেছিলো?

রুবি: রাজধানী খুন মিংয়ে তো অবশ্যই গিয়েছেন, তাই না? খুন মিং'র কোথায় কথায় গিয়েছেন?

রাজধানী খুন মিং ছাড়া এ প্রদেশের অনেক দর্শনীয় স্থান আছে। যেমন তালি, লি ছিয়াং নদী, সিশুয়াংপাননা, লুকু লেক এবং তেং ছোং জেলা। সে জায়গাগুলোতে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য রয়েছে। এর মধ্যে শীত্কালে বিশেষ করে তেং ছোং যাওয়ার পরামর্শ দেই আমি। কেন? জানেন? তেং ছোং'র শীতকাল বসন্তকালের মতো উষ্ণ। এখানকার উষ্ণ প্রস্রবণ বিখ্যাত। তেং ছোংয়ে রয়েছে ৮০টিরও বেশি বড়-ছোট উষ্ণ প্রস্রবণ। এর মধ্যে ১০টি উষ্ণ প্রস্রবণ-এর তাপমাত্রা ৯০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। গরমের কারণে এখানে সারাক্ষণ সাদা কুয়াশা দেখা যায়। তেং ছোং জেলা এ বিশেষ সম্পদের জন্য বহু পর্যটক আকর্ষণ করে থাকে। দিনে নানা প্রাকৃতিক সৌন্দর্য ও পুরাকীর্তি উপভোগের পর রাতে ফিরে এসে উষ্ণ প্রস্রবণে গোসল করা ও মাসাজ করা খুব আরামদায়ক। এতে শরীরের ক্লান্তি দূর হয়।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040