হ্যালো চায়না: ৭৬. কাগজ কাটা শিল্প
  2017-05-28 19:25:52  cri


অনেক অনেক বছর আগের কথা। একদিন চীনের জনৈক পণ্ডিত ব্যক্তি একটি কাগজে 'ফু' বা 'সুখ' শব্দটি লিখলেন। আর তার স্ত্রী কাগজ থেকে শব্দটি কেটে আলাদা করলেন। এভাবেই 'চিয়েন জ্রি' বা কাগজ কাটা শিল্পের উত্পত্তি হয়েছিল বলে ধারণা করা হয়।

চীনে একজন স্মার্ট নারীকে চিহ্নিত করতে 'চিয়েন জ্রি' অন্যতম মানদণ্ড হিসেবে ব্যবহৃত হয়। এ শিল্পকলায় যে নারী যতটা দক্ষ, সে নারী ততটা স্মার্ট—লোকজন এমনটিই মনে করেন।

'চিয়েন জ্রি' চীনের জনপ্রিয় লোকশিল্পগুলোর অন্যতম। এ শিল্প সৃষ্টিতে সাধারণত লাল কাগজ ব্যবহার করা হয়। কাগজের উপর শৈল্পিক নকশা ফুটিয়ে তোলা হয় কাচি দিয়ে কেটে কেটে এবং ছুরি দিয়ে খোদাই করে। 'চিয়েন জ্রি'-র বিভিন্ন নকশা নেওয়া হয় আমাদের চারপাশ থেকে। সাধারণত মানুষ, ফুল, পাখি ও পশু হচ্ছে এ শিল্পের বিষয়বস্তু।

কাগজের উপর স্বাভাবিকভাবেই জটিল বিষয় ও ত্রিমাত্রিক চিত্র ফুটিয়ে তোলা কঠিন ব্যাপার। তাই কখনও কখনও পূর্ণ চিত্রের পরিবর্তে খণ্ড চিত্র ফুটিয়ে তোলা হয়। যেমন, মানুষের পুরো মুখের পরিবর্তে শুধু চোখ ফুটিয়ে তোলা। চোখের মাধ্যমে ভাব প্রকাশ করা সহজতর।

কাগজ কাটা শিল্পে অলঙ্করণ গুরুত্বপূর্ণ। এতে বিভিন্ন ফুলের চিত্র ও প্যাটার্ন ব্যবহার করা হয়। এ শিল্পে 'করাতের দাঁত প্যাটার্ন' এবং 'অর্ধচন্দ্রাকৃতির প্যাটার্ন' জনপ্রিয়।

চীনে অনেক 'চিয়েন জ্রি' শিল্পী আছেন। রেন ফোং লান নামক ৭৪ বছর বয়সী এক প্রবীণ নারী শিল্পী তাদের অন্যতম। ২০০৮ সালের পেইচিং অলিম্পিক গেমসের প্রাক্কালে তিনি এ শিল্পের মাধ্যমে নিজের মনের আনন্দ প্রকাশ করার সিদ্ধান্ত নেন। অবশেষে তিনি পেইচিং অলিম্পিক গেমসের জন্য ১০০টি বৈচিত্র্যময় 'চিয়েন জ্রি' শিল্পকর্ম তৈরি করেন। তিনি প্রতিটি শিল্পকর্মে চীনা ও ইংরেজি ভাষায় ব্যাখ্যাও যোগ করেন।

রেন ছুন লানের কাটা শিল্পকর্মগুলো ছিল প্রাণবন্ত। লোকে এগুলো দেখে প্রশংসায় পঞ্চমুখ হন। তাঁর এই শিল্পকর্ম পেইচিং অলিম্পিক গেমসকে আরও রঙিন করে তুলেছিল।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040