বাংলাদেশের ৪০ জন ছাত্রছাত্রীদের চীন সফর নিয়ে সাক্ষাত্কার
  2017-05-28 19:25:52  cri


চীনা দূতাবাসের আমন্ত্রণে 'বাংলাদেশ চায়না ফাউন্ডেশন ফর ফিউচারের' সহযোগিতায় বাংলাদেশের বিভিন্ন কলেজের ৪০জন ছাত্রছাত্রী এবং সাথে ৫জন শিক্ষক গত ১৯ তারিখ থেকে চীন সফর শুরু করেন। তারা ২৮ তারিখ পর্যন্ত চীনে থাকবে। ১০ দিনের সফরে তারা কোথায় কোথায় বেড়াতে গেছে? চীনে কেমন সময় কাটছে? কি কি নতুন অভিজ্ঞতা অর্জিত হয়েছে? আজকের খোলামেলা অনুষ্ঠানে যোগ দিয়েছেন ঢাকায় খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক সাদিয়া শারমিন, চট্টগ্রাম কলেজের তমা দেবী এবং ঢাকা সিটি কলেজের মোঃ ইমরুল হাসান ঈশান। শুনুন তাদের দেওয়া সাক্ষাত্কার। আমি ইয়াং ওয়েই মিং, স্বর্ণা। সকল শ্রোতাদের শুভেচ্ছা জানাচ্ছি।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040