থাইল্যান্ডে পৌঁছেছে 'ম্যাজেস্টিক প্রিন্সেস'
  2017-06-22 15:47:05  cri

জুন ২২: ইতালির রোম থেকে গতকাল (বুধবার) থাইল্যান্ডের লায়ম্যাছাবাং বন্দরে পৌঁছেছে 'ম্যাজেস্টিক প্রিন্সেস'। জাহাজটি গত ২১ মে রোম থেকে রওয়ানা দেয়। ৩৭ দিন পর এটি চীনের সিয়া মেনে পৌঁছাবে। চীনের গণ বৈদেশিক মৈত্রী এসোসিয়েশন ও মার্কিন ক্রুজ অপারেটর কার্নিভাল গ্রুপের যৌথ উদ্যোগে এ সমুদ্রযাত্রার আয়োজন করা হয়।

উল্লেখ্য, থাইল্যান্ড হচ্ছে সামুদ্রিক রেশমপথের গুরুত্বপূর্ণ ধাপ। থাইল্যান্ডের পূর্বদিকে প্রশান্ত মহাসাগর, পশ্চিম দিকে ভারত মহাসাগর। চীন ও থাইল্যান্ডের যোগাযোগের ইতিহাসও সুদীর্ঘকালের। ঐতিহাসিক রেকর্ড অনুযায়ী, প্রায় ৬০০ বছর আগে মিং রাজবংশের ইয়ো ল্য আমলে চাং হ্য তত্কালীন শ্যামদেশ (বর্তমান থাইল্যান্ড) সফর করেছিলেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংক ও আয়ুথায়ায় চাং হ্যর সম্মানে নির্মিত মন্দির ও মূর্তি এখনও আছে।

আর লায়ম্যাছাবাং হচ্ছে থাইল্যান্ডের গুরুত্বপূর্ণ গভীর সমুদ্রের বন্দর এবং পণ্য স্থানান্তরের সংযোগস্থল। ২০১৬ সালে লায়ম্যাছাবাং বন্দরে মাল বোঝাই ও খালাসের পরিমাণ ছিল ৭০ লাখ কন্টেইনার। এ ক্ষেত্রে বন্দরটির অবস্থান দেশে এক নম্বরে। বন্দরটি রাজধানী ব্যাংকক থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে দেশটির পূর্বাঞ্চলের ছোনবুরিতে অবস্থিত। (ইয়ু/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040