পঞ্চম চীন-দক্ষিণ এশিয়া ও দক্ষিণপূর্ব এশিয়া থিংক-ট্যাংক ফোরামে বাংলাদেশের অধ্যাপক ডঃ তৌফিক এম. হক
  2017-06-24 19:31:07  cri



সুপ্রি শ্রোতা, পঞ্চম চীন-দক্ষিণ এশিয়া ও দক্ষিণপূর্ব এশিয়া থিংক-ট্যাংক ফোরাম সম্প্রতি চীনের ইয়ুন নান প্রদেশের খুন মিং শহরে অনুষ্ঠিত হয়। দু'দিনব্যাপী সম্মেলনে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও দক্ষিণপূর্ব এশিয়ার বিভিন্ন থিংক-ট্যাংক সংস্থা এবং চীনের বিভিন্ন গবেষণাকেন্দ্রের প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাসহ ৩০০ জনেরও বেশি লোক অংশগ্রহণ করেন। ফোরামে বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার অর্থনৈতিক করিডার'সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশ নর্থ-সাউথ ইউনিভার্সিটির রাষ্ট্র বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ এসকে তৌফিক এম হক এ ফোরামে অংশগ্রহণ করেন। আজকের খোলামেলা অনুষ্ঠানে শুনুন তার দেওয়া এক সাক্ষাত্কার। আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা সকল শ্রোতাদের শুভেচ্ছা জানাচ্ছি।
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040