ইসলামাবাদে পাকিস্তানের প্রেসিডেন্ট ও চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত্
  2017-06-26 10:55:27  cri

জুন ২৬: পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসাইন ও সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (রোববার) ইসলামাবাদে এক সাক্ষাতে মিলিত হন।

হুসাইন দীর্ঘ সময় ধরে চীনের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, পাকিস্তান ও চীনের সম্পর্ক অত্যন্ত মজবুত এবং ভাইয়ের মতো। চীনের কেন্দ্রীয় স্বার্থসম্পর্কিত যে-কোনো বিষয়ে বেইজিংয়ের অবস্থানকে দৃঢ়ভাবে সমর্থন করে ইসলামাবাদ। পাক-আফগান সম্পর্ক উন্নয়নে ওয়াং ই যে প্রচেষ্টা চালাচ্ছেন তার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

পাক প্রেসিডেন্ট আরো বলেন, তার দেশ প্রতিবেশী দেশের সঙ্গে শান্তি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন এবং সংলাপের মাধ্যমে মতভেদ দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ। পাক-আফগান সম্পর্ক উন্নয়ন শুধু উভয়ের জন্য কল্যাণকর তা নয়, তা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার উন্নয়নের জন্য সহায়ক। পাকিস্তান শাংহাই সহযোগিতা সংস্থার নতুন সদস্য হিসেবে নানা পক্ষের সঙ্গে সহযোগিতা জোরদার করতে এবং একসাথে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার প্রত্যাশা করে বলেও উল্লেখ করেন তিনি।

ওয়াং ই বলেন, চীন ও পাকিস্তান বরাবরই পরস্পরকে সম্মান,সমঝোতা ও সমর্থন করে। দু'দেশ সার্বক্ষণিক কৌশলগত সহযোগিতার অংশীদার। সম্প্রতি প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ প্রতিনিধিদল নিয়ে 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষফোরামে অংশ নেন এবং যথাক্রমে প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের সঙ্গে সাক্ষাত্ করেন। দু'পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছেছে।

ওয়াং ই আরো বলেন, পাকিস্তান ও আফগানিস্তানের আমন্ত্রণে আমি দু'দেশ সফর করেছি এবং এবার সফরের প্রধান উদ্দেশ্য হচ্ছে দু'দেশের সম্পর্ক উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়া। তিনপক্ষ আলোচনার মাধ্যমে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ। দু'দেশের সুপ্রতিবেশী হিসেবে চীন যথাসাধ্য গঠনমূলক ভূমিকা পালন করতে চায় বলেও উল্লেখ করেন তিনি। (শিশির/টুটুল/সুবর্ণা

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040