চীনে মুসলমানের ঈদ উদযাপন
  2017-06-26 11:15:02  cri

আজ পবিত্র ঈদ-উল ফিতর। বিভিন্ন দেশের মুসলমানরা এ উত্সব বিভিন্ন ভাবে উদযাপন করেন। চীনেও অনেক মুসলমান আছে। চীনের ৫৬টি জাতি-গোষ্ঠীর মধ্যে দশটিই ইসলাম ধর্মে বিশ্বাসী। বলা যায়, চীনে মুসলমানদের সংখ্যা অনেক। এখানকার বিভিন্ন অঞ্চলের মুসলমানরা নানা আরম্ভরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ঈদ-উল ফিতর উদযাপন করছেন। সিআরআই বাংলা বিভাগ বাংলাদেশ এবং চীনের মুসলমানের ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছে। ঈদ মোবারক!

(শুয়েই/মহসীন)

1  2  3  4  5  6  7  8  9  10  11  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040