মার্কিন পণ্যের ওপর ভারতীয় নিষেধাজ্ঞা শিথিলের আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প
  2017-06-27 16:52:37  cri
জুন ২৭: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সরকারকে দেশটিতে মার্কিন পণ্য প্রবেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের তাগিদ দিয়েছেন। ট্রাম্প গতকাল (সোমবার) সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর এক যৌথ প্রেস ব্রিফিংয়ে একথা বলেছেন। গত ২৫ জুন ওয়াশিংটন পৌঁছেছেন নরেন্দ্র মোদি।

ট্রাম্প আশা করেন, যুক্তরাষ্ট্র এবং ভারত ন্যায়সঙ্গত ও পারস্পরিক কল্যাণকর বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করবে। ভারতের বাজারে মার্কিন পণ্য প্রবেশের নিষেধাজ্ঞা শিথিল করলে দু'দেশের বাণিজ্যিক ঘাটতি কমবে। ভারতের আর্থিক প্রবৃদ্ধির পাশাপাশি দেশটিতে আরো বেশি মার্কিন পণ্য রপ্তানি সম্ভব বলে মনে করেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রাকৃতিক গ্যাস বিক্রির একটি দীর্ঘমেয়াদী চুক্তি নিয়ে দেশ দু'টির আলোচনা চলছে।

প্রেস ব্রিফিংয়ে মোদি বলেন, বাণিজ্য ও পুঁজি খাতে সম্পর্কের উন্নয়ন দুই সরকারের অভিন্ন ইস্যু। দু'দেশ বিজ্ঞান ও প্রযুক্তির সৃজনশীলতা এবং অর্থনীতির ক্ষেত্রে সহযোগিতা গভীর করবে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ২০১৬ সালে ভারত-যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ২৪০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যায়। (লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040