চীনের তা লিয়েনে চলছে সামার দাভোস ফোরাম
  2017-06-27 16:58:33  cri

জুন ২৭: সামার দাভোসে ফোরাম ২০১৭তে অংশ নিতে বিভিন্ন দেশের নেতারা চীনের তা লিয়েন শহরে পৌঁছেছেন।

এবার সামার দাভোস ফোরামে সুইডিশ প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেন, ফিনিশ প্রধানমন্ত্রী জুহা সিপিলাসহ অনেকে উপস্থিত হয়েছেন।

মঙ্গলবার থেকে ২৯ জুন পর্যন্ত চীনের তা লিয়েন আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এ ফোরাম। বিশ্বের ৮০টিরও বেশি দেশ ও অঞ্চলের দুই হাজারেরও বেশি প্রতিনিধি এ ফোরামে অংশ নিয়েছেন। 'চতুর্থ শিল্পবিপ্লবে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি বাস্তবায়ন' এ ফোরামের প্রতিপাদ্য। বিশ্বের আর্থিক অবকাঠামো পুনর্গঠনসহ বিভিন্ন ইস্যু এবার গুরুত্ব পাচ্ছে।

(জিনিয়া ওয়াং/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040