সামুদ্রিক ইস্যুতে চীন-জাপানের সমঝোতা প্রত্যাশা করে বেইজিং
  2017-06-27 19:42:46  cri

জুন ২৭: সামুদ্রিক ইস্যুতে জাপানের সঙ্গে সরাসরি উচ্চ পর্যায়ের মতবিনিময়ে সমঝোতা প্রত্যাশা করে বেইজিং। আগামী ২৯ জুন জাপানে এ বিষয়ে দুই পক্ষের আলোচনা অনুষ্ঠিত হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং আজ (সোমবার) বেইজিংয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন। এ দফার আলোচনায় জাপানের সঙ্গে সাগরসম্পর্কিত ইস্যুতে সমঝোতার জন্য মতবিনিময় করবে দুই পক্ষ।

লু খাং আরো বলেন, এ আলোচনায় চীন ও জাপানের কূটনীতিক, প্রতিরক্ষা খাত ও সামুদ্রিক আইন বিশেষজ্ঞরা অংশ নেবেন। আলোচনায় দু'দেশের সাগরসম্পর্কিত বিতর্কিত ইস্যুতে সার্বিক মতবিনিময় হবে। চীন আশা করে, এ আলোচনার মাধ্যমে জাপানের সঙ্গে সমঝোতা ও আস্থা বাড়বে।

(জিনিয়া ওয়াং/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040