আইন লঙ্ঘন করায় গুগলকে বিরাট জরিমানা করেছে ইউরোপীয় কমিশন
  2017-06-28 10:27:19  cri
জুন ২৮: ইউরোপ ইউনিয়ন (ইইউ)-র প্রতিযোগিতা আইন লঙ্ঘন করার জন্য গুগলকে ২৪২ কোটি ইউরো জরিমানা করেছে ইউরোপীয় কমিশন। গতকাল (মঙ্গলবার) ইউরোপীয় কমিশন এক বিবৃতিতে এ কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, গুগল বাজারে প্রবেশ করার পর নিজের সার্চ ইঞ্জিন দিয়ে অন্যায়ভাবে তাদের গ্রাহকদের নিজের শপিং সেবার দিকে নিয়ে আসে।

ইউরোপীয় কমিশনের প্রতিযোগিতাবিষয়ক সদস্য মারগ্রেথ ভেস্টাগার এদিন বলেন, গুগলের উচিত ৯০ দিনের মধ্যে সংশ্লিষ্ট তত্পরতা বন্ধ করা। নাহলে গুগলের অ্যালফাবেট প্রতি দিন বিক্রির পরিমাণের ৫ শতাংশ জরিমানা করা হবে। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040