অনেক ত্যাগের বিনিময়ে মসুল শত্রুমুক্ত হয়েছে: ইরাকি প্রধানমন্ত্রী
  2017-07-11 10:02:46  cri

জুলাই ১১: ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি বলেছেন, অনেক ত্যাগের বিনিময়ে মসুলকে আইএসমুক্ত করা সম্ভব হয়েছে। মসুল থেকে আইএস পুরোপুরি নির্মূল হয়েছে। তিনি গতকাল (সোমবার) মসুলে আয়োজিত এক বিজয় অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি এ সময় ইরাকি বাহিনী ও জনগণকে অভিনন্দন জানান এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান। একই দিন রাতে রাজধানী বাগদাদ ও মসুলসহ ইরাকের প্রধান প্রধান শহরে বড় আকারের আনন্দ উত্সবের আয়োজন করা হয়।

এদিকে, ইরাকের নিরাপত্তা বিশেষজ্ঞ আব্দুল্লাহ আল জুবুরি বলেছেন, মসুলে সন্ত্রাসের বিরুদ্ধে ইরাকি বাহিনী ও জনগণ বড় বিজয় পেয়েছে। এটা আইএসের ওপর একটা বড় আঘাত। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040