লিয়াং চিং রু-২
  2017-07-28 09:06:04  cri


প্রিয় বন্ধুরা, এখন আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেনতো? আশা করি আপনারা সুস্থ আছেন ও আনন্দে দিন কাটাচ্ছেন। শুরু করছি আজকের সংগীতানুষ্ঠান 'সুরের ধারায়'। আপনাদের সংগে আছি আমি লতা। আমি আপনাদের সংগে নিয়ে একটি নতুন ও সুন্দর সংগীতের বিশ্বে প্রবেশ করতে চাই, কি যাবেন তো? চলুন তাহলে! আজকের সুরের ধারায় আপনাদের সাথে আমি মালয়েশিয়ার একজন বিখ্যাত গায়িকাকে পরিচয় করিয়ে দিতে চাই। তাঁর নাম লিয়াং চিং রু।

লিয়াং চিং রু মালয়েশিয়ার একজন বিখ্যাত গায়িকা। যদিও তিনি মালয়েশিয়ার মানুষ, তবে তিনি চীনা ভাষায় গান গেয়ে থাকেন। ১৯৭৮ সালে লিয়াং চিং রু মালয়েশিয়ার ছোট্ট একটি জেলায় জন্ম গ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি খুবই মিষ্টি সুরে গান গাইতে পছন্দ করতেন। এ পর্যন্ত তাঁর অনেক এলবাম প্রকাশিত হয়েছে। তিনি বিভিন্ন ধরণের গান গাইতে পছন্দ করেন। তবে এতো গানের মধ্যে প্রেমএর গানে তিনি সবচেয়ে স্বচ্ছন্দ বোধ করেন। তাই তাঁর একটি গৌরবময় খেতাব রয়েছে, আর তা হলো: প্রেমের গানের সম্রাজ্ঞী। তাই আজকের সুরের ধারায় আমরা একসংগে তাঁর কয়েকটি গান উপভোগ করবো। কি আপনারা শুনবেনতো, প্রথমে শুনুন তাঁর দুটি প্রেমের গান। গানের নাম হলো সাহস, আরেকটি গানের নাম হলো উষ্ণতা উষ্ণতা। শুনুন তাহলে গানটি।

আমার প্রিয় বন্ধুরা, গানটি আপনাদের কেমন লেগেছে? আশাকরি গানটি নিশ্চয়ই আপনাদের মন ভরিয়ে দিয়েছে। লিয়াং চিং রুয়ের সুর খুবই সুমিষ্ট, তাই না? তাঁর বিশেষ নাম 'প্রেমের গানের সম্রাজ্ঞী' এতো ঠিক, তাই না? আপনারা আমাদের লিয়াং চিং রুয়ের গান পছন্দ করেন কি? যদিও তাঁর গান এতো শক্তিশালি নয়, তারপরও আমি মনে করি, তাঁর মায়াভরা সুরে আপনারা তাঁর মনের ইচ্ছা, তাঁর আশা ও তাঁর শক্তিকে অনুভব করতে পারেন। আচ্ছা, এখন আমরা শুনবো লিয়াং চিং রুয়ের আরেকটি প্রতিনিধিত্বশীল গান, গানের নাম হলো জিজ্ঞেস।

আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আপনাদের সংগে আছি আমি লতা। আজকের সুরের ধারায় অনুষ্ঠানের থিম হলো প্রেমের গানের সম্রাজ্ঞী লিয়াং চিং রু। এ পর্যন্ত আমরা তাঁর কয়েকটি সুন্দর গান শুনেছি। তাই এখন আমরা শিল্পী লিয়াং চিং রু সম্পর্কে কিছু কথা বলবো এবং তাঁর গান শুনবো। তাঁর দুটি গান: নি:শ্বাস বইছে। এখুনি ব্যথার ভেতর মিশে যেতে আমারও খুবই ভালো লাগে। আশা করি আপনারা এ দুটি ও পছন্দ করবেন। শুনুন গানটি।

আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আপনাদের সংগে আছি আমি লতা। আপনারা কি আমাদের সংগীতানুষ্ঠান পছন্দ করেন? আমাদের অনুষ্ঠানের ব্যাপারে যদি আপনাদের কোনো প্রস্তাব থাকে, তাহলে চিঠি অথবা ফোনের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আজকের সুরের ধারায় সংগীতানুষ্ঠানের শেষ দিকে আপনারা শুনবেন লিয়াং চিং রুয়ের আরেকটি গান, গানের নাম হলো 'অবশেষে তোমি আমার সংগে থাকো না'। পরিতাপের বিষয় হলো, অবশেষে তুমি আমার সংগে থাকো না। তবে আমার হাত ধরার জন্য তোমাকে ধন্যবাদ জানাতে চাই। জীবনে পরিতাপের বিষয় আছে, আর তা আমাদের অকপটে স্বীকার করা উচিত, গ্রহণ করা উচিত। তাহলো সবশেষে শুনুন তুমি আমার সংগে থেকো না।

আচ্ছা বন্ধুরা, আজকের সংগীতানুষ্ঠান এখানেই শেষ করছি। কি আরো গান শুনতে চান? তাহলে আজ নয়, আগামী সপ্তাহের 'সুরের ধারায়' আবার আপনাদের শোনাবো সুন্দর সুন্দর নতুন গান। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। যাই চিয়ান।(লেলিন/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040