দারিদ্র্যবিমোচন: একজন হুয়াং ওয়েই সি'র গল্প
  2017-09-10 18:25:05  cri

কুয়াংসি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের ছংজুও শহরের থিয়ানদেং জেলার চিনইউয়ান থানার চিনইউয়ান গ্রামে একজন খুবই জনপ্রিয় কর্মকর্তা আছেন। সবাই তাঁকে 'ভাই সি' বলে ডাকেন। ভাই সি'র নাম হুয়াং ওয়েই সি। তিনি চিনইউয়ান গ্রামে চায়না লাইফ কোম্পানির একজন দায়িত্বশীল কর্মকর্তা। ভাই সি'র কোম্পানির সহকর্মী ইয়াং থিং বলেন, "সবাই হুয়াং ওয়েই সি'কে 'ভাই সি' বলে ডাকে। তাঁর গ্রামের বাসিন্দাদের সবাই তাঁকে এ নামে ডাকে। কারণ, ভাই সি সত্যিই একজন অন্তরঙ্গ মানুষ। সবাই তাঁকে পছন্দ করে।"

ইয়াং থিং চায়না লাইফ কোম্পানির একজন কর্মী। কাজের কারণে দু'জনের যোগাযোগ ঘনিষ্ঠ। ইয়াং থিং বলেন, "হুয়াং ওয়েই সি খুবই সাদাসিধে টাইপের একজন মানুষ। তিনি সবসময় বাড়িতে বাড়িতে গিয়ে লোকজনের খোঁজখবর নেন। ফলে রোদে তার চেহারা অনেক কালো হয়ে গেছে। তিনি গ্রামবাসীদের বাড়িঘর মেরামত করতে ও বীমার টাকা পেতে সাহায্য করেন।"

থিয়ানদেং জেলাকে দারিদ্র্যমুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে চায়না লাইফ কোম্পানি। ২০১৫ সালে কোম্পানি হুয়াং ওয়েই সিকে থিয়ানদেং জেলায় পাঠায়। তখন থিয়ানদেং জেলায় দরিদ্র লোকের সংখ্যা ছিল ৯১,০৭৩। চায়না লাইফের লক্ষ্য ছিল স্থানীয় সরকারের সাথে যৌথভাবে কাজ করে এদের দারিদ্র্য দূর করা। হুয়াং ওয়েই সি'র মতো কর্মকর্তা এ লক্ষ্য বাস্তবায়নের জন্য নিজের অবদান রাখছেন। যদিও তিনি গ্রামের গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু তিনি গ্রামবাসীর সঙ্গে মিলেমিশে সাধারণ মানুষের মতো কাজ করেন। এ সম্পর্কে তিনি বলেন, "আমাদের গ্রামের লোকসংখ্যা ৪৪১৪। এর মধ্যে দরিদ্র মানুষ ১৮০০'রও বেশি ও ৩৫২টি পরিবার। মানে দারিদ্র্যের হার ৩২ শতাংশ।"

ভাই সি আঠারো শতাধিক দরিদ্র গ্রামবাসীর সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত হন। তাঁরা সবাই দরিদ্র। কিন্তু কেউ কেউ বিশেষ দক্ষতার অধিকারী। ভাই সি নিজের গাড়ি চালিয়ে তাদের বাড়ি বাড়ি গিয়েছেন। কোথাও রাস্তা খারাপ। সেখানে গেছেন মোটরসাইকেল চালিয়ে।

ভাই সি'র একটি গুরুত্বপূর্ণ কাজ হল দরিদ্র পরিবারগুলোর বীমা দেখাশোনা করা। বীমা কোম্পানি হিসেবে চায়না লাইফ'র দারিদ্র্যবিমোচন পদ্ধতি অভিনব। এতে পুরোপুরি ব্যাংকিংয়ের ধারণা কাজে লাগানো হয়। চায়না লাইফ দরিদ্র পরিবারের জন্য ক্ষুদ্র বীমা নিশ্চিত করতে ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা করে। এভাবে দরিদ্র পরিবারগুলো দুর্ঘটনা বীমা, কৃষি বীমা ইত্যাদির আওতায় আসে।

চীনের বীমা তত্ত্বাবধান পরিচালনা ব্যুরোর উপ-পরিচালক ছাং ওয়েন ফেং দারিদ্র্যবিমোচনে চায়না লাইফের অবদানের প্রশংসা করেন। তিনি ভাই সি'রও প্রশংসা করেন। তিনি বলেন, "থিয়ানদেং জেলার দারিদ্র্যবিমোচনের কাঠামো পূর্ণাঙ্গ। বিশেষ করে জেলার প্রথম কর্মকর্তা ভাই সি চমৎকার কাজ করছেন। এর আগে তিনি চায়না লাইফ'র থিয়ানদেং জেলা শাখার প্রধানের দায়িত্ব পালন করেছেন। এতে বোঝা যায় যে, চায়না লাইফ দারিদ্র্যবিমোচনের ওপর বেশি গুরুত্ব দেয়।"

গোটা জেলায় পাহাড় ও পাথর বেশি। হুয়াং ওয়েই সি এটি খুব ভালো করেই জানেন। জেলাটিতে কত পাহাড় ও ফসল আছে, তা-ও তিনি জানেন। এখানে ফসলের অভাব। জেলাটিতে কাঁচা মরিচ, ভুট্টা ও বেত চাষ করা হয়। ফসলের চাষ ছাড়াও বাসিন্দারা মৌমাছি ও গরু লালনপালন করেন। এর মাধ্যমে জমির সর্বোচ্চ ব্যবহার করা যায়। থিয়ানদেং জেলায় একটি কথা প্রচলিত আছে। কথাটি হচ্ছে: থিয়ানদেং আকাশের অপেক্ষায় থাকে না। থিয়ানদেং জেলার বাসিন্দারা খুবই পরিশ্রমী। কিন্তু অভাব, জ্বালানিসম্পদের সংকট ও অনুন্নত অবকাঠামো ব্যবস্থার কারণে থিয়ানদেং এখনো দরিদ্র।

সম্প্রতি কুয়াংসিতে ব্যাপক বৃষ্টিপাত হয়। হুয়াং ওয়েই সি মৌমাছি পালন খামার পরিদর্শন করেন। চাও সিয়ান সিয়া হলেন থিয়ানদেং জেলার একজন চমত্কার ব্যবসায়ী। তিনি থিয়ানদেং'র বাসিন্দা। তবে কয়েক বছর আগে শেনচেনে কাজ করেছেন। ২০১৫ সালে তিনি থিয়ানদেং জেলায় ফিরে এসে 'ইউবাইফেং' নামের কোম্পানি খুলেছেন। কোম্পানির প্রধান উত্পাদিত পণ্য মধু। যদিও তার উত্পাদিত পণ্যের মান উচ্চ, কিন্তু বিক্রি আশানুরূপ নয়। এরপর হুয়াং ওয়েই সি'র সহায়তায় চাও সিয়ান সিয়ার মধু চায়না লাইফ'র দারিদ্র্যবিমোচন ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি শুরু হয়। এ সম্পর্কে চাও সিয়ান সিয়া বলেন, "চায়না লাইফ আমাদের পণ্য প্যাকেটজাত করে ও সরবরাহ করে। আমরা ২৯ এপ্রিল থেকে চায়না লাইফের প্ল্যাটফর্মে বিক্রি শুরু করি। এর আগে আমাদের মাসিক বিক্রির পরিমাণ ছিল প্রায় ৫০ হাজার ইউয়ান। কিন্তু এখন মাসিক বিক্রির পরিমাণ ৩ লাখ ইউয়ানের বেশি। আমরা দরিদ্র পরিবারগুলোর কাছ থেকে উপকরণ কিনি। বিক্রি বাড়ায় দরিদ্র পরিবারগুলোও লাভবান হচ্ছে।"

চাও সিয়ান সিয়া বলেন, চায়না লাইফ দরিদ্র এলাকার বৈশিষ্ট্যময় কৃষিপণ্যের প্রচারের জন্য এ ই-কমার্স প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করে। প্ল্যাটফর্মটিতে প্রাকৃতিক কৃষিপণ্য ক্রয়-বিক্রয় হয়। এ সম্পর্কে হুয়াং ওয়েই সি বলেন, "আমি চায়না লাইফ'র থিয়ানদেং জেলার ই-কমার্সের সাধারণ সমন্বয়কারী। এ বছর থিয়ানদেং জেলায় আমাদের বিক্রির পরিমাণ হবে ৩০ লাখ ইউয়ান। আমরা আরো বেশি কৃষিপণ্য প্ল্যাটফর্মে সংগ্রহের চেষ্টা করছি। এখন আমাদের ভোক্তা ক্রমশ বাড়ছে। থিয়ানদেং জেলার বাসিন্দারা এ প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের আয় বাড়াতে সক্ষম হয়েছে।"

হুয়াং ওয়েই সি থিয়ানদেং জেলার দায়িত্ব নেওয়ার পর প্রায় তিন বছর অতিক্রান্ত হয়েছে। এ সম্পর্কে হুয়াং ওয়েই সি বলেন, "আমার জন্মও গ্রামে। গ্রামে কাজ করার একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, বাসিন্দাদের সঙ্গে সুষ্ঠু সম্পর্ক উন্নয়ন। কৃষকরা আসলে খুবই সরল। তাঁদেরকে সহায়তা করলে তাঁরাও সমর্থন করে।"

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040